Advertisement
০৪ মে ২০২৪

প্রধানের বাড়িতে বিক্ষোভ গ্রামবাসীর

গ্রামপঞ্চায়েত প্রধান অফিসে কয়েকদিন ধরে না যাওয়ায় বিভিন্ন কাজের অসুবিধা হচ্ছে, এই অভিযোগ তুলে প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে পাঁশকুড়া থানার মাইশোরা এলাকার ধারন্দা গ্রামে। সকাল ৯ টা নাগাদ মাইশোরা গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধান পুতুলরানী ভূমিজ’এর বাড়ির সামনে জড়ো হন স্থানীয় প্রায় ৫০-৬০ মহিলা।

প্রধানের বাড়িতে বিক্ষোভ তমলুকে।

প্রধানের বাড়িতে বিক্ষোভ তমলুকে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০১:৩৮
Share: Save:

গ্রামপঞ্চায়েত প্রধান অফিসে কয়েকদিন ধরে না যাওয়ায় বিভিন্ন কাজের অসুবিধা হচ্ছে, এই অভিযোগ তুলে প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে পাঁশকুড়া থানার মাইশোরা এলাকার ধারন্দা গ্রামে। সকাল ৯ টা নাগাদ মাইশোরা গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধান পুতুলরানী ভূমিজ’এর বাড়ির সামনে জড়ো হন স্থানীয় প্রায় ৫০-৬০ মহিলা। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুতুলদেবী পঞ্চায়েত অফিসে যাওয়ার কথা জানালে বিক্ষোভ ওঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান পুতুলদেবী কয়েকদিন ধরে গ্রামপঞ্চায়েত অফিসে না যাওয়ায় তাঁদের এলাকার বিভিন্ন কাজের অসুবিধা হচ্ছে। সেই ঘটনার প্রতিবাদেই এ দিনের বিক্ষোভ। পুতুলদেবী বলেন, ‘‘অভিযোগ ভিত্তিহীন। কারণ আমি গত শুক্রবারও অফিসে গিয়েছিলাম। শুধু সোমবার অফিসে যেতে পারিনি।’’ তাঁর অভিযোগ, ‘‘এই বিক্ষোভের পিছনে দলের উপ-প্রধান কুরবান শাহ’র প্ররোচনা আছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।’’
অভিযোগ অস্বীকার করে ওই গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান কুরবান শাহ বলেন, ‘‘প্রধান কয়েকদিন ধরে অফিসে না আসায় এলাকার বাসিন্দারা অনেকেই অফিসে ঘুরে যেতে বাধ্য হচ্ছিলেন। এসবের জেরেই গ্রামবাসী প্রধানের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। এই ঘটনায় আমার প্ররোচনা দেওয়ার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’’
দলীয় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে গ্রামবাসীর বিক্ষোভের ঘটনায় অস্বস্তিতে পড়েছে দলের ব্লক নেতৃত্ব। তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তিকুমার জানা বলেন, ‘‘গ্রামপঞ্চায়েত এলাকার বিভিন্ন কাজের সমস্যা নিয়ে প্রধানের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। সেজন্য প্রশাসনিক বা দলীয়ভাবে অভিযোগ জানানো যেতে পারে। এভাবে গ্রামপঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো উচিত নয়। ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE