Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শুধু পাঠ্য বই পড়েই মাধ্যমিকে দশম সুরজিৎ

সুরজিৎ জানিয়েছে, স্কুলের শিক্ষকরাই তাকে পড়াশোনায় সাহায্য করেছে। একাধিক গৃহশিক্ষক থাকা সত্ত্বেও ক্লাস ফাঁকি দেয়নি সে। বরাবরই পাঠ্যবই পড়ায় বিশ্বাস সে। সচিন-সৌরভের ভক্ত সময় সুরজিৎ সুযোগ পেলেই ক্রিকেট দেখে।

খুশি: স্কুলের শিক্ষকদের সঙ্গে সুরজিৎ। নিজস্ব চিত্র

খুশি: স্কুলের শিক্ষকদের সঙ্গে সুরজিৎ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০২:২৪
Share: Save:

মহিষাদল রাজ হাইস্কুলের ছাত্র সুরজিৎ সাউ এ বার মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থানে। তার প্রাপ্ত নম্বর ৬৮১।

অঙ্ক ও পদার্থ বিজ্ঞানে সে পুরো ১০০ পেয়েছে। সুরজিতের বাড়ি নন্দকুমারে। বাবা তপন সাউ এর আসবাবাপত্রের দোকান রয়েছে। মা গৃহবধূ। সুরজিৎ জানিয়েছে, স্কুলের শিক্ষকরাই তাকে পড়াশোনায় সাহায্য করেছে। একাধিক গৃহশিক্ষক থাকা সত্ত্বেও ক্লাস ফাঁকি দেয়নি সে। বরাবরই পাঠ্যবই পড়ায় বিশ্বাস সে। সচিন-সৌরভের ভক্ত সময় সুরজিৎ সুযোগ পেলেই ক্রিকেট দেখে। পাড়ার বন্ধুদের সাথে খেলতেও যায়। গল্পের বই ভালোবাসে। স্কুলের লাইব্রেরির বই এনে সে পড়ত। সুরজিৎ জানিয়েছে, সে চিকিৎসক হতে চায়। মহিষাদল রাজ হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার তুঙ্গ বলেন, ‘‘সুরজিৎ বিনয়ী। শেখার আগ্রহ দেখার মতো।’’ সুরজিতের বাবা তপনকুমার সাউ বলেন, ‘‘ছেলের এমন সাফল্যে খুশি তো বটেই। নিজের যা ইচ্ছা, ও সেটা নিয়েই পড়াশোনা করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Results 2017 Merit List Text Book
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE