Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শহিদ পরিবারকে সাহায্য, ঘোষণা বিদ্যাসাগর ব্যাঙ্কের

উরিতে শহিদ এ রাজ্যের দুই জওয়ানের পরিবারকে অর্থ সাহায্য দেবে মেদিনীপুরের বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্ক। রবিবার ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভায় এসে এই কথা জানান ব্যাঙ্কের চেয়ারম্যান তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

ব্যাঙ্কের সভায় শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

ব্যাঙ্কের সভায় শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৯
Share: Save:

উরিতে শহিদ এ রাজ্যের দুই জওয়ানের পরিবারকে অর্থ সাহায্য দেবে মেদিনীপুরের বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্ক। রবিবার ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভায় এসে এই কথা জানান ব্যাঙ্কের চেয়ারম্যান তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার জগৎবল্লভপুরের শহিদ গঙ্গাধর দলুই এবং দক্ষিণ ২৪ পরগনার বিশ্বজিৎ ঘোড়ইয়ের পরিবারকে ব্যাঙ্কের পক্ষ থেকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘ব্যাঙ্কের দুই প্রতিনিধি দল শীঘ্রই হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় যাবে। নিহত দুই জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করবে সামান্য ওই অর্থ সাহায্য তুলে দেবে।’’

ইতিমধ্যে এই দুই শহিদ পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকার অঙ্ক নিয়ে ক্ষুব্ধ গঙ্গাধরের পরিবার ক্ষতিপূরণ নেবে না বলেও জানিয়ে দিয়েছে। গঙ্গাধরের বাবা ওঙ্কারনাথ দলুইয়ের ক্ষোভ, চোলাই খেয়ে কেউ মারা গেলে মুখ্যমন্ত্রী দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন। দেশের জন্য মারা গেলেও একই ক্ষতিপূরণ! এ তো শহিদকে অপমান।

বিদ্যাসাগর ব্যাঙ্কের অর্থ সাহায্য কি নেবেন? ওঙ্কারনাথবাবুর জবাব, ‘‘আমাদের এখন যা মানসিক পরিস্থিতি তাতে টাকা নিয়ে ভাবনাচিন্তা করা সম্ভব নয়। অনেকেই সাহায্য করছেন। সব ক্ষেত্রে যে আপত্তি রয়েছে তা নয়।’’ বিশ্বজিতের পরিবার এ নিয়ে মন্তব্য করেনি।

এ দিন মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বালক) চত্বরে বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভা হয়। ছিলেন বিধায়ক প্রদ্যোত ঘোষ, জেলা পরিষদের উপাধ্যক্ষ অজিত মাইতি, জেলার কৃষি-সেচ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা শেষে জবাবি ভাষণ দেন শুভেন্দু। তিনি দাবি করেন, এই ব্যাঙ্ক মানুষের সেবার লক্ষ্যে এগোচ্ছে। সমবায় সমিতিগুলোর ডিভিডেন্ট ৭ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করার কথাও এ দিন ঘোষণা করেন চেয়ারম্যান।

মাস কয়েক আগে বিদ্যাসাগর ব্যাঙ্কে কর্মী নিয়োগে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। এ দিনের সভাতেও নিয়োগ হওয়া কর্মচারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এক সমবায়ের প্রতিনিধি। শুভেন্দুর অবশ্য দাবি, “যোগ্যতার নিরিখেই নিয়োগ হয়েছে। আমরা স্বজনপোষণ করি না। কোনটা লাল পার্টির সমিতি, কোনটা সবুজ পার্টির সমিতি, সে সব দেখে কাজ করি না।” পাশাপাশি তাঁর বক্তব্য, ব্যাঙ্ক সুন্দর ভাবে এগোচ্ছে। নিয়মিত অডিট হয়। রিজার্ভ ব্যাঙ্ক, নাবার্ডের তরফে পরিদর্শন হয়। নানা রকমের জনকল্যাণমূলক কাজও হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE