Advertisement
০৮ মে ২০২৪

টুকরো খবর

বরফ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃ ত্যু হল এক যুবকের। তাঁর নাম রাজু মণ্ডল (২৭)। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ শহরের বাজারপাড়ার ওই কারখানায় কাজ করছিলেন রাজু। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর এক যুবক।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৪ ০২:০৯
Share: Save:

সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১

বরফ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃ ত্যু হল এক যুবকের। তাঁর নাম রাজু মণ্ডল (২৭)। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ শহরের বাজারপাড়ার ওই কারখানায় কাজ করছিলেন রাজু। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর এক যুবক। শ্যামল সরকার নামে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে কারখানাটি তপন মণ্ডল নামে এক ব্যক্তির। বছর খানেক আগে তাঁর মৃত্যুর পর বন্ধ হয়ে যায় কারখানাটি। সম্প্রতি তাঁর স্ত্রী কাকলি মণ্ডল কারখানাটি ফের চালু করেন। কাজকর্ম দেখাশোনা করতেন তপনবাবুর ভাইপো রাজু ও শ্যালক শ্যামল। তপনবাবুর দাদা মানিক মণ্ডল বলেন, “এদিন বহরমপুর থেকে এক মিস্ত্রি এসেছিল কিছু যন্ত্র মেরামতির কাজ করতে। কাজ শুরু আগে রাজু ও শ্যামল ওই যন্ত্রের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বার করে নিচ্ছিলেন অন্য একটি ছোট সিলিন্ডারে। তখনই বিস্ফোরণ ঘটে।” পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে মাপজোক ছাড়াই এ ভাবে গ্যাস ভর্তি করছিলেন। ছোট সিলিন্ডারটি সম্পূর্ণ ভরে যাওয়ার পরেও গ্যাস ভরার চেষ্টা করলে বিস্ফোরণ ঘট। রাজুর দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। উড়ে যায় কারখানার টিনের চালা। প্রতিবেশীরা ছুটে আসেন। গুরুতর আহত শ্যামলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তৃণমূলে যোগ

তৃণমূলে যোগ দিলেন সিপিআই-এর জেলা পরিষদ সদস্য সুপ্রভা সরকার। বৃহস্পতিবার তৃণমূলের জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে জেলাশাসক পিবি সালিমের সঙ্গে দেখা করে তিনি দল পরিবর্তনের কথা জানান। জেলা প্রশাসনিক ভবনের সামনে সুপ্রভাদেবী বলেন, “রাজ্য জুড়ে মমতা বন্দ্যেপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছে আমি তাতে সামিল হতে চাই। তাই আজ দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছি।” জেলা পরিষদের ৪৭ টি আসনের মধ্যে ২৫ টি আসন পেয়েছিল তৃণমূল, কংগ্রেস একটি, সিপিআই-এর একটি এবং সিপিএম-এর ২০ টি আসন ছিল। আগেই কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার সিপিআই সদস্য যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “যাঁরা রাজ্যের উন্নতি চান তাঁরাই আমাদের দলে যোগ দিচ্ছেন।” সিপিআই-এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামশ্রী দাস বলেন, “যাঁদের কোনও আদর্শ নেই তাঁরাই দল পরিবর্তন করে। আমরা ওঁর উপর ভরাসা করেছিলাম।”

কাজের দাবি

কাজ চেয়ে পঞ্চায়েতে বিক্ষোভ দখালেন মহিলারা। বৃহস্পতিবার দুপুরে শান্তিপুরের আড়বান্দি-১ গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া গ্রামের একদল মহিলা কাজের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারী লিপিকা সরকার বলেন, “আমরা ছ’দিন পুকুর কাটার কাজ করেছি। এখন পঞ্চায়েত বলছে আমাদের আর কাজ দেওয়া হবে না। আমরা তাই কাজ চাইতে এসেছি। কাজ না পেলে আমরা খাব কি?” পঞ্চায়েত প্রধান সিপিএম-এর দীপঙ্কর মণ্ডল বলেন, “আমরা চাই সবাইকে কাজ দিতে। ওই গ্রামে ঠিক কী ঘটেছে তা খোঁজ নিয়ে দেখতে হবে।”

কোথায় কী

• শুক্রবার বিকেল চারটেয় হরিহরপাড়া থানা সংলগ্ন চন্দ্রদ্বীপ গোলপার্কে সাহিত্য ও কবিতা উৎসব। ওই উৎসবের আয়োজক স্থানীয় কয়েকজন কবি ও সাহিত্যিক।

• শুক্রবার সন্ধ্যায় জলঙ্গির পাকুড়দেয়াড়ে খৈবর সাধুর আশ্রমে বাউল গানের আসর। সেখানে বাউল পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা।

• শুক্রবার সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইন্সটিটিউটের জঙ্গিপুর ক্যাম্পাসের উদ্বোধন সকাল ৯টায়।

ভিড় হাজারদুয়ারিতে

পরিবর্তন। কৃষ্ণনগরে রবীন্দ্রভবন আগে যা ছিল (বাঁ দিকে)।
ঢেলে সাজছে এখন (ডান দিকে)। ছবি: সুদীপ ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE