Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

থানারপাড়ার নতিডাঙ্গা তরুণ সঙ্ঘের পরিচালনায় একদিনের ফুটবল প্রতিযোগিতা হল বুধবার। আটটি দলের মধ্যে নক আউট পযার্য়ে চারটি দল সেমিফাইনালে ওঠে। প্রথম সেমিফাইনালে নতিডাঙ্গা ড্রাইভার একাদশ নতিডাঙ্গা তরুণ সঙ্ঘকে ১-০ গোলে হারায়।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৪ ০০:২৯
Share: Save:

ফুটবলে মেতে রয়েছে তেহট্ট

নিজস্ব সংবাদদাতা • করিমপুর

থানারপাড়ার নতিডাঙ্গা তরুণ সঙ্ঘের পরিচালনায় একদিনের ফুটবল প্রতিযোগিতা হল বুধবার। আটটি দলের মধ্যে নক আউট পযার্য়ে চারটি দল সেমিফাইনালে ওঠে। প্রথম সেমিফাইনালে নতিডাঙ্গা ড্রাইভার একাদশ নতিডাঙ্গা তরুণ সঙ্ঘকে ১-০ গোলে হারায়। দ্বিতীয় সেমি ফাইনালে বারবাকপুর কলা ব্যাবসায়ী সমিতিও ১-০ গোলে হারায় আড়ং সড়িষা স্পোর্টিং ক্লাবকে। ফাইনালে অবশ্য খেলা নিষ্পত্তি হয় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ওই খেলায় নতিডাঙ্গা ড্রাইভার একাদশ ৮-৭ গোলে বারবাকপুর কলা ব্যাবসায়ী সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়নদের ট্রফি-সহ নগদ ১৫ হাজার ও রানার্স দলকে ট্রফি-সহ নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। অন্য দিকে, তেহট্টের বিনোদনগর নিউ আজাদ সঙ্ঘের পরিচালনায় বুধবার আট দলের মধ্যে নক আউট পযার্য়ে চারটি দল সেমি ফাইনালে ওঠে। প্রথম সেমিফাইনালে কানাইনগর নবারুণ সঙ্ঘ রুকুনপুর প্রগতি সঙ্ঘকে হারায়। দ্বিতীয় সেমি ফাইনালে হরিপুর মহাপ্রাণ যোগেন্দ্র স্মৃতি সঙ্ঘ কুলগাছি ঐক্যতান ক্লাবকে হারায়। ফাইনালে শেষ পর্যন্ত টাইব্রেকারে হরিপুর মহাপ্রাণ যোগেন্দ্র স্মৃতি সঙ্ঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কানাইনগর নবারুণ সঙ্ঘ। চ্যাম্পিয়নদের ট্রফি-সহ নগদ ১০ হাজার ও রানার্স দলকে ট্রফি-সহ নগদ ৭ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। তেহট্ট মহকুমা জুড়ে রোজদিনই কোনও না কোনও মাঠে চলছে একদিনের ফুটবল প্রতিযোগিতা। সেই সঙ্গে ফুটবল লিগ তো চলছেই। সব মিলিয়ে পুজোর পাশাপাশি সীমান্তের এই মহকুমা যেন ফুটবল উৎসবেও মেতে রয়েছে।

মহিলার দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

শৌচাগারের ভিতর থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃত ওই মহিলার নাম ডালিয়া বসু(৫৫)। বাড়ি কৃষ্ণনগরের ঘূর্ণি আজাদ হিন্দ সড়ক এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে ডালিয়া বসু ও তাঁর বোন মধুমিতা বসু থাকতেন। দু’জনেই মানসিক রোগে ভুগছিলেন। বাইরের লোকের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল থেকে ওই বাড়ি থেকে পচা গন্ধ আসছিল। খোঁজ নিয়ে দেখা যায়, ওই বাড়ির শৌচাগারের মধ্যে পড়ে রয়েছে ওই মহিলার পচাগলা দেহ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মৃতদেহটিতে যে ভাবে পচন ধরেছে তাতে অন্তত দশ দিন আগে মারা গিয়েছেন ওই মহিলা। এলাকার কাউন্সিলরের স্বামী নিতুরঞ্জন বিশ্বাস বলেন, “দুই বোনই মানসিক ভারসাম্যহীন। আমরা মধুমিতাকে জিজ্ঞাসা করেছিলাম। তাঁর কথা অনুযায়ী, বেশ কয়েক দিন আগেই ডালিয়া বসুর মৃত্যু হয়েছে। আস্তে আস্তে দেহে পচনও ধরে। সেই অবস্থাতেই মধুমিতাদেবী নিয়মিত শৌচাগার ব্যবহার করেছেন।”

সরকারি কর্মীকে মারধর,অভিযুক্ত তৃণমূল

নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা

ব্লকের বিদ্যুৎ সরবরাহ দফতরে ঢুকে স্টেশন ম্যানেজার ও সহকারী বাস্তুকারকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার হরিহরপাড়ায়। তবে এ দিন রাত পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার শঙ্করপুর ও ধরমপুর এলাকায় বেশ কয়েকটি পরিবার বিদ্যুতের বিল মেটাচ্ছিলেন না। তাই বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযোগ, সেই সঙ্গে বিল মেটানো সত্ত্বেও কিছু বাড়ির সংযোগ কেটে দেওয়া হয়েছে। সেই নিয়ে অভিযোগ জানাতে ওই এলাকার মানুষের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরা দফতরে যায়। প্রথমে দু’পক্ষের বচসা বচসা শুরু হয়। অভিযোগ, এরপর স্টেশন ম্যানেজার সন্তু দত্ত ও সহকারী বাস্তুকার আরফান আলিকে চেয়ার টেবিলের পায়া দিয়ে মারধর করে উপস্থিত তৃণমূলের লোকজন। আহত অবস্থায় তাঁদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হরিহরপাড়ার বিধায়ক সিপিএমের ইনসার আলি বিশ্বাস বলেন, “সরকারি কর্মীদের কর্তব্যরত অবস্থায় মারধর করেছে তৃণমূল বাহিনী। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে শাস্তির ব্যবস্থা করুক।” তৃণমূলের হরিহরপাড়া ব্লক সভাপতি সামসুজ্জোহা বিশ্বাস বলেন, “উত্তেজিত কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে মাত্র। মারধরের ঘটনা জানা নেই।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • কান্দি

এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কান্দির রুদ্রবাটী গ্রামের ঘটনা। মৃত ওই মহিলার নাম মিঠু ঘোষ (৩৫)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই মহিলা বছর দুয়েক ধরে বুকের ব্যথায় ভুগছিলেন। বহু চিকিৎসা করার পরেও তিনি সুস্থ হননি। সেই মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। অন্য দিকে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে আকাশ দাসের (১২)। তার বাড়ি হাঁসখালির গোবিন্দপুরে। মঙ্গলবার রাতে ঘরের ভিতরে তার ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই বালক। তবে ঠিক কী কারণে সে আত্মঘাতী হয়েছে তা পরিষ্কার নয়।

মূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া এলাকায় একটি সেগুন বাগানে মাটির তলা থেকে উদ্ধার হল একটি কালীমূর্তি। বুধবার সকালে এলাকার কয়েকজন খুদে প্রদীপ তৈরি করার জন্য ওই বাগানে ঢুকে মাটি খুঁড়তে থাকে। তখনই মাটির ভিতরে তারা ছোট একটা কালীমূর্তি দেখতে পায়। দ্রুত খবর ছড়িয়ে পড়ে। মূর্তি দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। মূর্তিটি পিতলের বলেই পুলিশের অনুমান।

যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • রানাঘাট

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম শাহিদ মণ্ডল (২৪)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চাকদহের শিমুরালীতে।

অনাস্থা

কংগ্রেসের পঞ্চায়েত প্রধান মিতা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা আনল বামফ্রন্ট। নওদার রায়পুর পঞ্চায়েতের মোট ২০ আসনের মধ্যে ১২ টি কংগ্রেসের, ৮ টি বামফ্রন্টের। ১৯ অক্টোবর ওই ৮ জন বাম সদস্য অনাস্থা প্রস্তাবে সই করেন। নওদা ব্লকের বিডিও লিটন সাহা বলেন, “ওই প্রধানের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। চলতি মাসের ৩০ তারিখ তলবি সভা বসবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE