Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হাইকোর্টে যাব, হুমকি বিজেপির

আদালতের নির্দেশের পরেও বৈঠকের নামে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশিক্ষণের অভিযোগ তুলেছিল বিরোধীরা। তা নিয়ে বিতর্কে জড়িয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন৷ বিষয়টি নিয়ে এ বার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বিরুদ্ধে সুর আরও চড়ালেন জেলার বিজেপি নেতারা৷

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ০২:২২
Share: Save:

আদালতের নির্দেশের পরেও বৈঠকের নামে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশিক্ষণের অভিযোগ তুলেছিল বিরোধীরা। তা নিয়ে বিতর্কে জড়িয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন৷ বিষয়টি নিয়ে এ বার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বিরুদ্ধে সুর আরও চড়ালেন জেলার বিজেপি নেতারা৷ জেলা প্রশাসনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ জানাতে দলের রাজ্য নেতৃত্বের কাছে আর্জি জানালেন তারা৷

যদিও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কর্তারা এখনও দাবি করছেন, শনিবার নির্বাচন সংক্রান্ত কোন বৈঠক জেলায় হয়নি৷ বিরোধীদের দায়ের করা মামলার প্রেক্ষিতে গত ১২ এপ্রিল নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট৷ ওই দিন নির্বাচন কমিশন থেকে সমস্ত জেলায় চিঠি পাঠিয়ে নির্বাচন সংক্রান্ত কাজ-কর্ম স্থগিত রাখতে বলা হয়৷ পরের দিন কমিশনের পাঠানো আরেকটি চিঠিতে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের কাজও বন্ধ রাখতে বলা হয়৷

প্রশাসন সূত্রের খবর, আলিপুরদুয়ারে দু’দফায় ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁদের যারা প্রশিক্ষণ দেবেন সেই মাস্টার ট্রেনারদের শনিবার ডুয়ার্স কন্যায় প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়৷ কিন্তু হাইকোর্টের নির্দেশের পর প্রশাসনের তরফে একটি চিঠি দিয়ে বলা হয়, শনিবার প্রশিক্ষণের বদলে ‘মাস্টার ট্রেনারদের’ নিয়ে একটি বৈঠক হবে৷ একই কথা মাস্টার ট্রেনারদেরও মৌখিকভাবে বলা হয়৷

অভিযোগ, বৈঠকের কথা বলা হলেও শনিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ডুয়ার্স কন্যার তিন তলায় মাস্টার ট্রেনারদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়৷ লম্বা একটি ফিরিস্তি দিয়ে নির্বাচনে দিন তাঁদের কী কী করতে হবে তা হাতে কলমে বোঝানো হয় বলে দাবি তোলে বিরোধীরা৷ এতেই ক্ষুব্ধ বিরোধীরা৷ এর ফলে হাইকোর্টের নির্দেশ অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলে জেলা প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে সরব হন তাঁরা৷

বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে নির্বাচন সংক্রান্ত সব কাজেই স্থগিতাদেশ রয়েছে৷ কিন্তু শনিবার বৈঠকের নামে আলিপুরদুয়ার জেলা প্রশাসন যেভাবে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তাতে আদালত অবমাননা করা হয়েছে৷ আমরা রাজ্য নেতৃত্বের কাছে তথ্য পাঠিয়ে হাইকোর্টে বিষয়টি জানাতে অনুরোধ করেছি৷’’

জেলা প্রশাসনের কর্তারা অবশ্য রবিবারও দাবি করেন, শনিবার আলিপুরদুয়ারে নির্বাচন সংক্রান্ত কোনও প্রশিক্ষণ হয়নি৷ প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘হাইকোর্টের নির্দেশের জেরে রাজ্যের অন্য জেলার মতই আলিপুরদুয়ারেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ রয়েছে৷ শনিবার শুধুমাত্র একটি প্রশাসনিক বৈঠক করা হয়েছিল৷ নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Elections 2018 BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE