Advertisement
১১ মে ২০২৪

দ্বন্দ্ব সামলাতে সভাপতির দোসর চেয়ারম্যানও

পঞ্চায়েত ভোটের আগে মালদহে দলের দ্বন্দ্ব মেটাতে এমনই কৌশল নিয়ে জেলার ব্লক কমিটিগুলি ঘোষণা করল তৃণমূল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০৭:০০
Share: Save:

কাউকে করা হল চেয়ারম্যান। কাউকে সভাপতি। আবার কাউকে যুগ্ম আহ্বায়ক, এমনকি কার্যকরী সভাপতিও।

পঞ্চায়েত ভোটের আগে মালদহে দলের দ্বন্দ্ব মেটাতে এমনই কৌশল নিয়ে জেলার ব্লক কমিটিগুলি ঘোষণা করল তৃণমূল।

বুধবার তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সেই কমিটিগুলি ঘোষণা করলেন দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। তবে এ হেন নয়া কমিটি নিয়ে বিভিন্ন ব্লকেই দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ব্লকে দলের সভাপতি না চেয়ারম্যান, কার গুরুত্ব বেশি ? বাড়ছে ধন্ধও। পাশাপাশি দলে গুঞ্জন উঠেছে সাবিত্রী মিত্রের মতো একজন প্রাক্তন মন্ত্রী ও জেলা সভানেত্রীকে মানিকচক ব্লকের সভানেত্রী করায়। বেশ কয়েকজন ব্লক নেতাকে কার্যত ছেঁটে ফেলাও হয়েছে।

কালিয়াচক ৩ ব্লক ও ইংরেজবাজার পুর এলাকার কমিটি নিয়ে দলে মতবিরোধ থাকায় শেষ পর্যন্ত আর ঘোষণা করা যায়নি। ঘোষিত ব্লক কমিটিগুলিতে ব্যাপক রদবদল করা হয়েছে। অনেক নতুন মুখকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও প্রশ্ন, দ্বন্দ্ব মিটবে তো?

মালদহ জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বহুচর্চিত। সেই দ্বন্দ্বের জেরেই প্রায় দু’বছরের বেশি সময় ধরে জেলার ব্লক কমিটি গঠন করতে পারেনি দল। শেষ পর্যন্ত এদিন ১৫ টি ব্লকের মধ্যে ১৪টি ব্লক ও দুটি পুরসভার মধ্যে একটি পুর এলাকার দলীয় ব্লক কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করল তৃণমূল। তবে মজার বিষয় হল, একাধিক ব্লকে ব্লক সভাপতির পাশাপাশি কোথাও একজনকে চেয়ারম্যান বা কোথাও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

যেমন, হবিবপুর ব্লকে সভাপতি করা হয়েছে প্রভাস চৌধুরীকে এবং প্রাক্তন সভাপতি উজ্জ্বল মিশ্রকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গাজোল ব্লকে বিধায়ক দিপালী বিশ্বাসকে সভানেত্রী করা হলেও চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন বিধায়ক সুশীল রায়কে, হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে বিকাশ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করে প্রাক্তন বিধায়ক তজমূল হোসেনকে সভাপতি করা হয়েছে। এ ছাড়া সমস্ত ব্লক কমিটিতেই একাধিক কার্যকরী সভাপতি করা হয়েছে। সেই কার্যকরী সভাপতিদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন সভাপতি রয়েছেন। যদিও ইংরেজবাজার ব্লকে কল্যাণ মণ্ডলকে ব্লক সভাপতি করা হলেও প্রাক্তণ ব্লক সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ স্বপন মিশ্রকে কোনও পদেই রাখা হয়নি। এদিকে মানিকচক ব্লকে সাবিত্রীরই অনুগামী প্রাক্তন ব্লক সভাপতি সুন্দন মজুমদারকে কার্যকরী সভাপতি করা হয়েছে। কিন্তু কমিটিতে পদাধিকারী হিসেবে ঠাঁই পাননি জেলা পরিষদের সহকারী সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malda TMC মালদহ তৃণমূল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE