Advertisement
১১ মে ২০২৪
রায়গঞ্জে অভিযোগ অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে

পিকনিকের মধ্যেই গুলিবিদ্ধ দুই

বর্ষশেষের রাতে পিকনিকের সময় গুলি চলল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তাতে আহত হয়েছেন রাজেশ দাস ও বিজয় বর্মন নামে দুই ব্যক্তি।রাজেশ ও বিজয়বাবুর দাবি, শহরের কালীতলা এলাকায় তাঁরা পিকনিক করছিলেন শনিবার।

হাসপাতালে আহতরা। — নিজস্ব চিত্র

হাসপাতালে আহতরা। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০২:৫৪
Share: Save:

বর্ষশেষের রাতে পিকনিকের সময় গুলি চলল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তাতে আহত হয়েছেন রাজেশ দাস ও বিজয় বর্মন নামে দুই ব্যক্তি।

রাজেশ ও বিজয়বাবুর দাবি, শহরের কালীতলা এলাকায় তাঁরা পিকনিক করছিলেন শনিবার। রাত ১২টা নাগাদ অজ্ঞাতপরিচয় দু’দল যুবকের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সময় ওই যুবকেরা গুলিও ছোড়ে। তাতেই আহত হন রাজেশ ও বিজয়। দু’জনেরই বাড়ি ওই এলাকাতেই। পেশায় গাড়িচালক রাজেশবাবুর ডান হাঁটুতে ও পেশায় হোটেল ব্যবসায়ী বিজয়বাবুর ডান গোড়ালিতে গুলি লেগেছে। রাতেই পরিবারের লোকজন তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করান। রবিবার হাসপাতালে অস্ত্রোপচার করে চিকিত্সকেরা রাজেশবাবুর পায়ের গুলি বার করেছেন। বিজয়বাবুকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

কে বা কারা তাঁদের গুলি করেছে, সেই বিষয়ে তাঁরা কিছুই জানেন না বলে পুলিশের কাছে দাবি করেছেন রাজেশ ও বিজয়। রাজেশবাবু বলেন, ‘‘কারা আমাদের গুলি করেছে, তা বলতে পারব না। পুলিশকেও সে কথা বলেছি।’’ তবে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, পুরনো কোনও শত্রুতা বা পিকনিক চলাকালীন কোনও গোলমালের জেরে পরিচিত দুষ্কৃতীরাই ওই যুবকদের গুলি করে খুনের চেষ্টা করে থাকতে পারে। তবে বহিরাগত দুষ্কৃতীদের কোনও গোলমাল থেকে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁদের পায়ে লেগেছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। ওই দিন ওই পিকনিকের আসরে আর কারা ছিলেন, তা জানতেও তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই দিন রাতে কালীতলা এলাকায় স্থানীয় ৩০ জন যুবক বর্ষশেষের পিকনিক করছিলেন।

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌর জানান, জখমদের সঙ্গে কথা বলা হয়েছে। পিকনিকের উপস্থিত ছিলেন, এমন অনেকের সঙ্গেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, ‘‘সন্দেহভাজন কয়েক জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

picnic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE