Advertisement
০৮ মে ২০২৪

টুকরো খবর

আলোর উত্‌সব যাতে কারও কাছে ম্লান না হয়ে পড়ে সে জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কালীপুজোয় ইভটিজিং রুখতে বেশি পরিমাণে মহিলা পুলিশ নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। পাশাপাশি শব্দ দূষণ কমাতে পুজো কমিটিগুলিকেও বাজি ফাটানো ও মাইক বাজানোর বিষয়ে সতর্ক করা হয়েছে।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৪ ০১:২৮
Share: Save:

বিশৃঙ্খলা রুখতে কড়া পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া ও পুরুলিয়া

আলোর উত্‌সব যাতে কারও কাছে ম্লান না হয়ে পড়ে সে জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কালীপুজোয় ইভটিজিং রুখতে বেশি পরিমাণে মহিলা পুলিশ নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। পাশাপাশি শব্দ দূষণ কমাতে পুজো কমিটিগুলিকেও বাজি ফাটানো ও মাইক বাজানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। শব্দবাজির দাপট রুখতে দুর্গাপুজার আগে থেকেই অভিযান শুরু করেছিল বাঁকুড়া পুলিশ। এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দ বাজি আটক করা হয়েছে শুধু বাঁকুড়া শহরেই। পুজোয় যে কোনও সমস্যায় পড়লে বাঁকুড়া সদর থানায় ফোন (০৩২৪২-২৫০৬৭৫) করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) বাপ্পাদিত্য ঘোষ বলেন, “পুজো মণ্ডপে মহিলা পুলিশ বেশি পরিমাণে মজুত করা হচ্ছে। ইভটিজিং রুখতেই এই পদক্ষেপ।” মঙ্গলবার ও বুধবার পুরুলিয়া শহর, মফস্‌সল, ঝালদা ও জেলার অন্য থানা এলাকা থেকে পুলিশ প্রচুর নিষিদ্ধ শব্দিবাজি আটক করেছে। আজ বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাবে বলে জানা গিয়েছে। সিভিক ভলান্টিয়ারর্স ও পুলিশ কর্মীদের বিভিন্ন এলাকায় নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তীব্রস্বরে মাইক বা সাউন্ডবক্স বাজানো হলে অথবা জোর আওয়াজের বাজি ফাটালে জেলা পুলিশের কন্ট্রোল রুম (০৩২৫২-২২৩২০৮) অথবা ১০০ ডায়ালে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে। পুরুলিয়ার ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগ পেলেই পুলিশ ব্যবস্থা নেবে। সর্বত্র নজর রাখা হচ্ছে।”

ছেলের শোকে মৃত্যু বাবার
নিজস্ব সংবাদদাতা • নানুর

হাসপাতালে বাবাকে আনতে গিয়েছিলেন তিন ভাই। কিন্তু দাদাদের ফিরতে হল এক ভাইয়ের মৃত দেহ নিয়ে। বাড়িতে ফিরল বাবার মৃতদেহও। দুর্ঘটনাটি ঘটেছে, নানুরের মোহনপুর বাসস্ট্যান্ডের কাছে নানুর-বোলপুর রাস্তায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত রোগের কারণে সোমবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় বর্ধমানের কেতুগ্রামের রাজুরের বাসিন্দা আমির হোসেনকে। মঙ্গলবার সকালে অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি মোটরবাইকে করে বোলপুর মহকুমা হাসপাতালে যাচ্ছিলেন তারই তিন ছেলে আজিজুল, হানিফ এবং মনসুর আলি শেখ। মোটরবাইকটি চালাচ্ছিলেন ছোট ভাই মনসুর। সকাল সওয়া সাতটা নাগাদ মোহনপুরের কাছে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে উল্টো দিক থেকে আশা অন্য একটি ট্রাক্টরের সামনে পরে যায় তাঁদের বাইকটি। দু’টি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মনসুরের (৩০)। অন্য দুই ভাই অল্প বিস্তর আহত হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছন। তার পর তারা বাবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার সময়ে পথেই বাবাকে মনসুরের মৃত্যু সংবাদ জানানো হয়। ছেলের ওই দুঃসংবাদ শুনে মৃত্যু হয় বাবারও। চিকিত্‌সকেরা জানিয়েছেন, হৃদ রোগেই মৃত্যু হয় তাঁর। স্বাভাবিক ভাবে এই ঘটনার পরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের কেউ কথা বলার মতো অবস্থায় ছিলেন না।

পেট্রোল পাম্প পরিদর্শনে কর্তা
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

কম তেল দেওয়ার অভিযোগ তুলে বিষ্ণুপুরের যে পেট্রোল পাম্পে ভাঙচুর চালানো হয়েছিল, সেখানে তেল দেওয়ায় কোনও কারচুপি করা হচ্ছে না বলে জানিয়ে দিল ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন (আইওসি)। মঙ্গলবার ওই পাম্পে তদন্তে আসেন আইওসি-র দুর্গাপুর শাখার ডেপুটি ম্যানেজার আর এন মণ্ডল। পরে তিনি বলেন, “ওই পাম্পের ডিজেলের মাপে কোনও গরমিল পাওয়া যায়নি।” পাম্প মালিক অশোক জালান বলেন, “কিছু গাড়ির মালিক ও চালক অসত্‌ উদ্দেশ্যে ভাঙচুর চালিয়েছে, তাদের চিহ্নিত করা হবে।” ডিজেল কম পরিমাণে দেওয়ার অভিযোগ তুলে সোমবার বিষ্ণুপুর শহরের লাইট হাউস মোড়ে ওই পাম্পে ভাঙচুর চালায় কিছু গাড়ির চালক। তাঁরা পাম্পের সামনে দড়ি দিয়ে ঘিরে দেয়। ভয় পেয়ে পালিয়ে যান পাম্পের কর্মীরা। পুলিশ আসার পর চম্পট দেয় বিক্ষোভকারীরা। পুলিশ গিয়ে দড়ি খুলে দেয়। সে দিন পুলিশও তদন্ত করে জানিয়েছিল, তেলের মাপ নিয়ে কোনও গোলমাল নেই।

দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হুড়া

চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সবের্শ্বর মাহাতো (৫৫)। তাঁর বাড়ি হুড়া থানার হুড়া-কেশবপুর গ্রামে। বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই ব্যক্তি হুড়ির দিকে একটি বাসে চড়েন। বাসটিতে অতিরিক্ত যাত্রী থাকায় তিনি সামনের দরজার কাছে দাঁড়িয়েছিলেন। হঠাত্‌ কোনও ভাবে তিনি বাস থেকে ছিটকে রাস্তায় পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কুলমোড়া মোড় অবরোধ শুরু করেন। তাঁরা যান নিয়ন্ত্রণের দাবিতে এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন। ঘণ্টাখানেক পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

কালীপুজোয় এ বার পুরস্কার
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী

আলোর উত্‌সবে সেজে উঠেছে সোনামুখী। এখানে বড় আয়তনের মণ্ডপের সংখ্যা ২১টি হলেও পারিবারিক ও ছোটখাটো পুজো মিলিয়ে সংখ্যাটা প্রায় ৩০০-র কাছাকাছি। এখানকার পুজোর আরও একটি বৈশিষ্ট হল নামে। মাইতো কালী, সার্ভিস কালী এমনই সব নাম। বছরের পর বছর বহু দর্শণার্থীর সমাগম ঘটে। সোনামুখীর কালীপুজো সমন্বয় কমিটির সভাপতি তথা সোনামুখীর পুরপ্রধান কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিবেশ, শব্দ ও শৃঙ্খলার মাপকাঠিতে সেরা তিনটি পুজো উদ্যোক্তাদের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ২৭ অক্টোবর ভাসান হবে। তার পর পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে।”

ঘাট সংস্কারে টাকা প্রদান

সামনেই ছট পুজো। তার আগে এলাকা উন্নয়ন তহবিল থেকে রামপুরহাট শহরের বিভিন্ন ছট ঘাট সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানালেন বীরভূম কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মঙ্গলবার সন্ধ্যায় সাংসদ রামপুরহাট রক্তকরবী মঞ্চে একটি অনুষ্ঠানে ওই ঘোষণা করেন। সংস্কারের জন্য চিহ্নিত ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য পুরপ্রধানের সঙ্গে তিনি আলোচনাও করেছেন। পাশাপাশি রক্তকরবী পুরমঞ্চের সংস্কার নিয়েও আগ্রহ দেখান শতাব্দী। তিনি বলেন, “আমার কাছে এই মর্মে আবেদন এলে অবশ্যই বিবেচনা করব। সাংসদ খাত থেকে কতা টাকা দেওয়া যেতে পারে, তা-ও জানাব।”

বিজয়া সম্মিলনী

বিজয়া সম্মেলনী করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রামপুরহাট শাখা। মঙ্গলবার হাজির ছিলেন রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ শতাব্দী রায়। আশিসবাবু আইএমএ-র বিভিন্ন গঠনমূলক কাজের প্রশংসা করেন। শতাব্দী যে সমস্ত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিসক নেই, সেখানে গিয়ে বিনামূল্যে চিকিত্‌সা পরিষেবা দেওয়ার জন্য চিকিত্‌সকদের অনুরোধ করেন শতাব্দী। এ ব্যাপারে সাংসদ আইএমএ-র রামপুরহাট শাখার সম্পাদক দেবব্রত দাসকে একটি কমিটি গঠন করার পরামর্শও দেন।

জয়ী চন্দনগড়িয়া

তপন শিকদার স্মৃতি লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় বুধবার লিগ পর্যায়ের খেলায় টাইব্রেকারে ঝাড়খণ্ডের চন্দনগড়িয়া আদিবাসী ফুটবল দল ৩-০ গোলে বাগানপাড়া আদিবাসী ফুটবল দলকে পরাজিত করেছে।

মিলল লিফলেট

এ বার মাওবাদী নামাঙ্কিত লিফলেট মিলল পুরুলিয়ায়। অযোধ্যা পাহাড়তলির হেরোডি গ্রাম লাগোয়া রাস্তায় মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকালে ওই সব প্রচারপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE