Advertisement
১৮ মে ২০২৪

লন্ডন ডায়েরি

গত সপ্তাহে ব্রিটেনের মহিলা এমপি-রা আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করলেন সাংসদ র‌্যাচেল রিভস-এর লেখা বই উইমেন অব ওয়েস্টমিনস্টার, দ্য এমপিজ় হু চেঞ্জড পলিটিক্স-এর প্রকাশের মধ্য দিয়ে।

শ্রাবণী বসু
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০০:১৫
Share: Save:

ব্রিটিশ পার্লামেন্টে নারীদের পথপ্রদর্শক

হাউস অব কমন্স-এ প্রথম মহিলা ব্রিটিশ এমপি-র আসন গ্রহণের একশো বছর পূর্ণ হল। ১৯১৯-এর ১ ডিসেম্বর ৫০০ পুরুষ সদস্যের সঙ্গে এক আসনে বসে ইতিহাস গড়েন লেডি ন্যান্সি অ্যাস্টর। ‘লেডি মেম্বার্স রুম’-এর তিনিই ছিলেন একমাত্র অধিকারী। গত সপ্তাহে ব্রিটেনের মহিলা এমপি-রা আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করলেন সাংসদ র‌্যাচেল রিভস-এর লেখা বই উইমেন অব ওয়েস্টমিনস্টার, দ্য এমপিজ় হু চেঞ্জড পলিটিক্স-এর প্রকাশের মধ্য দিয়ে। ন্যান্সি অ্যাস্টরের জন্ম আমেরিকার ভার্জিনিয়ায়, ২৬ বছর বয়সে ইংল্যান্ডে আসেন। সুন্দরী, বুদ্ধিমতী মেয়েটির যাতায়াত ছিল লন্ডনের অভিজাত বৃত্তে, সেখানেই পরিচয় ও পরে বিয়ে প্রাক্তন মার্কিন রাজনীতিবিদ, ‘দি ইন্ডিপেন্ডেন্ট’ কাগজের মালিক, হোটেল-ব্যবসায়ী উইলিয়াম ওয়ালডর্ফ অ্যাস্টরের ছেলে ওয়ালডর্ফ অ্যাস্টরের সঙ্গে। ওয়ালডর্ফ ছিলেন প্লিমাথ সাটন আসনে কনজ়ার্ভেটিভ দলের এমপি। বাবার মৃত্যুর পর তিনি হাউস অব লর্ডস-এ আসেন, হাউস অব কমন্স-এ নিজের আসনটি ছেড়ে দেন। স্বামীর পুরনো আসনে উপনির্বাচনে লড়ে ন্যান্সি জয়ী হন। লেবার ও লিবারাল পার্টির দুই প্রার্থীর পাওয়া মোট ভোটের চেয়েও বেশি ভোট পেয়েছিলেন তিনি। ১ ডিসেম্বর প্যাডিংটন স্টেশনে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সাফ্রাজেট অর্থাৎ মেয়েদের ভোটাধিকারের দাবিদারদের ছোট্ট দল। ন্যান্সি এমপি ছিলেন ২৬ বছর। হাউস অব কমন্স-এ তাঁর ছবি আছে, লন্ডনের বাড়ির সামনে ‘নীল ফলক’।

প্রথমা: ন্যান্সি অ্যাস্টর।

সাহসিনী

লন্ডনে মেয়েদের ক্যামেরাবন্দি ‘ফিয়ারলেস গার্ল’

লন্ডনের বাণিজ্যিক এলাকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হল বাণিজ্যক্ষেত্রে নারীদের কীর্তি উদ্‌যাপনের মধ্য দিয়ে। লন্ডন স্টক এক্সচেঞ্জ-এর সামনে বসল ‘ফিয়ারলেস গার্ল’-এর মূর্তির প্রতিরূপ। ক্রিস্টেন ভিসবাল-এর গড়া ব্রোঞ্জমূর্তিটি বসানো হয়েছিল ২০১৭-র নারী দিবসে নিউইয়র্কে। ওয়াল স্ট্রিটে বিখ্যাত ‘তেড়ে আসা ষাঁড়’-এর উল্টো দিকে, দু’হাত কোমরে রেখে দাঁড়িয়ে পনিটেল-চুল মেয়ে। নীচে লেখা: ‘শি মেকস আ ডিফারেন্স’। ‘সাহসিনী’ লন্ডনে থাকবে জুন মাস পর্যন্ত।

জানালা

রয়াল এয়ার ফোর্স আন্তর্জাতিক নারী দিবসে পিকাডিলির রয়্যাল এয়ার ফোর্স ক্লাবে বসাল স্টেনড গ্লাসের তৈরি রঙিন শৈল্পিক জানালা, তাতে এয়ার ফোর্সে যোগ দেওয়া নারীদের স্মরণে ছবি। একটা ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘নায়িকা’ নুর এনায়েত খানের। ‘উইমেন’স অগজ়িলিয়ারি এয়ার ফোর্স’-এ রেডিয়ো অপারেটর হিসেবে প্রশিক্ষণ পেয়েছিলেন তিনি। পরে গুপ্তচর নিযুক্ত হন, প্রথম মহিলা রেডিয়ো অপারেটর হিসেবে নাৎসি-অধিকৃত ফ্রান্সে গোপনে ঢুকেছিলেন তিনি। গত বছরেই শতবর্ষ উদ্‌যাপন করেছে রয়াল এয়ার ফোর্স।

মুদ্রায় ব্ল্যাক হোল

অভিনব: স্টিফেন হকিংয়ের স্মরণে মুদ্রা

নতুন ৫০ পেন্স-এর মুদ্রায় সম্মান জানানো হবে স্টিফেন হকিংকে। এডুইনা এলিস-এর করা মুদ্রার নকশায় থাকবে হকিংয়ের নাম, তাঁর বিখ্যাত সূত্র, ব্ল্যাক হোল-এর ছবিও। নোবেলজয়ী বিজ্ঞানী ৭৬ বছর বয়সে মারা গেলেন ২০১৮ সালে, আ ব্রিফ হিস্ট্রি অব টাইম বইয়ে লিখেছিলেন ব্ল্যাক হোল নিয়ে। মুদ্রার নকশায় এডুইনা অনেকগুলো ঘূর্ণায়মান বৃত্ত রেখেছেন, মাঝখানটা ফাঁকা। ‘ছোট্ট পয়সাটার উপরে আমি ব্ল্যাক হোলকে জায়গা দিতে চেয়েছি, উনি জানলে নির্ঘাত হাসতেন, বলছেন এডুইনা। এর আগে মুদ্রায় স্থান পেয়েছেন স্যর আইজ়াক নিউটন ও চার্লস ডারউইনের মতো বিজ্ঞানীরা।

বেতার নাটক

ই এম ফরস্টার-এর বিখ্যাত উপন্যাস আ প্যাসেজ টু ইন্ডিয়া’কে বিবিসি-র জন্য বেতার নাটকে রূপ দিয়েছেন ব্রিটিশ বাঙালি নাট্যকার তনিকা গুপ্ত। দশ পর্বের নাটক, প্রতি পর্ব ১৫ মিনিটের। ব্রিটিশ আমল ও ভারতের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় এই নাটক। এলি কেনড্রিক অভিনয় করেছেন ব্রিটিশ তরুণী অ্যাডেলা কোয়েস্টেড-এর চরিত্রে, যে সবন্ধু এসে উপস্থিত হয় কাল্পনিক চন্দ্রপুর শহরে, রওনা দেয় মারাবার গুহা দেখতে। উৎসাহী এক ভারতীয় মিস্টার আজ়িজ় তাদের নিয়ে যায় সেই গুহায়। আজ়িজ়ের চরিত্রে অভিনয় করেছেন শুভম শরাফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE