Advertisement
১১ জুন ২০২৪

অস্ত্র নয়, শান্তির বার্তায় স্বস্তির আবাহন

যুদ্ধং দেহি হুঙ্কার ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার পথে এগোনোই এই মুহূর্তের অগ্রাধিকার হওয়া উচিত, বিশিষ্ট জনেরা তা বলতে শুরু করেছিলেন। ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বও সেই সার সত্য উপলব্ধি করায় বিশ্ব জুড়ে কিছুটা হলেও স্বস্তি নেমে এল।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০৫:৪৩
Share: Save:

যুদ্ধং দেহি হুঙ্কার ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার পথে এগোনোই এই মুহূর্তের অগ্রাধিকার হওয়া উচিত, বিশিষ্ট জনেরা তা বলতে শুরু করেছিলেন। ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বও সেই সার সত্য উপলব্ধি করায় বিশ্ব জুড়ে কিছুটা হলেও স্বস্তি নেমে এল।

সংশয় নেই, নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফরা উত্তেজনা প্রশমনের পথে এগিয়ে পরিণত বুদ্ধিরই পরিচয় দিলেন। কোঝিকোড়ে নরেন্দ্র মোদী দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছিলেন, নওয়াজ বুধবার তার জবাব দিলেন। বললেন, ট্যাঙ্ক চালিয়ে দারিদ্র দূর করা যায় না। বাগ‌্‌যুদ্ধ প্রত্যাশিত, চলতেই পারে। কিন্তু ট্যাঙ্কের প্রতিযোগিতায় শুভ নেই, শীর্ষ নেতাদের এই বোধ এই উপমহাদেশের অসংখ্য মানুষকে নিশ্চিন্ত নিদ্রার রাত উপহার দেবে, তাতে কোনও সন্দেহ নেই।

আশার কথা, আমরা দ্রুত ফেরার চেষ্টা করছি স্বাভাবিকের পথে। অস্ত্রের ঝনঝনানি থেকে দূরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE