Advertisement
১৮ মে ২০২৪
Health

ইন্টারভিউয়ের মাধ্যমে একাধিক পদে কর্মী নিয়োগ করবে বসিরহাট জেলার স্বাস্থ্য দফতর

চুক্তিভিত্তিক ১৭টি পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক নজরে দেখে নিন বিস্তারিত।

বসিরহাট জেলার স্বাস্থ্য দফতর।

বসিরহাট জেলার স্বাস্থ্য দফতর। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৬:৫৭
Share: Save:

বসিরহাট জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক ১৭টি পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক নজরে দেখে নিন বিস্তারিত।

অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট:

বসিরহাট স্বাস্থ্য দফতরের অধীনে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন। ইন্টারভিউ এবং নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৩ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট:

বসিরহাট স্বাস্থ্য দফতরের অধীনে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন। ইন্টারভিউ এবং নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৩ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

স্টাফ নার্স:

বসিরহাট ও বাদুরিয়া পৌরসভায় মোট ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। ওবিসি এ-১টি, ওবিসি বি-১টি, সাধারণ বিভাগে ৩টি, তফসিলি জাতির ক্ষেত্রে ২টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন। নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৩ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

ডিসট্রিক্ট কনসালট্যান্ট:

বসিরহাট স্বাস্থ্য দফতরের অধীনে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন। ইন্টারভিউ এবং নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৬ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

ডেন্টাল হাইজেনিস্ট:

বসিরহাট স্বাস্থ্য দফতরের অধীনে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ২২ হাজার টাকা বেতন। ইন্টারভিউ এবং নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৬ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

সাইকিয়াট্রিক নার্স:

বসিরহাট স্বাস্থ্য দফতরের অধীনে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন। ইন্টারভিউ এবং নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৬ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

স্টাফ নার্স:

বসিরহাট পৌরসভায় সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন। নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৬ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

মেডিক্যাল অফিসার:

বাদুরিয়া পৌরসভায় সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন। নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৬ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

পাশাপাশি, বসিরহাট পৌরসভার জন্যও ৪টি (ওবিসি এ-১টি, ওবিসি বি-১টি, সাধারণ বিভাগের ১টি, তফসিলি জাতির ক্ষেত্রে ১টি ) শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন। নথি যাচাইকরণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৪ জানুয়ারি ২০২৩, সকাল ১১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

এ ছাড়াও আরও অনেক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি পদের জন্য ইন্টারভিউ হবে, সিএমওএইচ বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট, বসিরহাট ডিএইচ কম্পাউন্ড, বসিরহাট ৭৪৩২৯২ এই ঠিকানায়। সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। আবেদনপত্র, প্রয়োজনীয় নথির মূল এবং স্ব প্রত্যয়িত কপি-সহ পাসপোর্ট সাইজের ছবি ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটি দেখুন: http://basirhathealthdistrict.in/

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE