Advertisement
০৪ মে ২০২৪
RTO

আরটিও অফিসার হওয়ার জন্য কোন পরীক্ষা দিতে হয়? বেতন কাঠামোই বা কেমন?

এই প্রতিবেদনে আরটিও অফিসার হওয়ার খুঁটিনাটি আলোচনা করা হল।

আরটিও অফিসার হওয়ার খুঁটিনাটি।

আরটিও অফিসার হওয়ার খুঁটিনাটি। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ২০:৩২
Share: Save:

রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও) সরকারি একটি সংস্থান। পরিবহন সংক্রান্ত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, মোটরবিমা, ফিটনেসের শংসাপত্র­-সহ যাবতীয় বিষয় নিয়ে কাজ করা হয়। এই প্রতিবেদনে আরটিও অফিসার হওয়ার খুঁটিনাটি আলোচনা করা হল।

আরটিও অফিসারের দায়িত্ব:

নাগরিকরা যাতে মোটর ভেহিক্যাল অ্যাক্ট মেনে চলেন, সেই দিকে নজর রাখা।

গাড়ি, বাইক-সহ যে কোনও যানবাহনের নম্বরের জন্য আবেদন করা হলে, তাঁদের রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা।

যারা ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করবেন, তাঁদের ড্রাইভিং পরীক্ষা নেওয়া, এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা।

রাস্তায় গাড়ি চালানোর জন্য যে নথির প্রয়োজন হয়, সেগুলি আরটিও অফিসার দ্বারা সময় মতো আপ টু ডেট করা।

যোগ্যতা:

প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ পর্যন্ত নির্ধারিত। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩৩ বছর এবং এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বছর বয়স নির্ধারিত থাকে।

ভারতের নাগরিক হতে হবে।

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে। বিশেষ কিছু পদের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারেন।

পরীক্ষার পদ্ধতি:

প্রার্থীকে স্টেট লেভেল পিএসসি পরীক্ষা পাশ করতে হয় আরটিও হওয়ার জন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডবলুবিপিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তবে, রিজিওন্যাল ট্রান্সপোর্ট অফিসার পদে প্রথমেই নিযুক্ত হওয়া যায় না, প্রার্থীকে অফিসার পদে নিযুক্ত হওয়ার আগে সহকারী রিজিওন্যাল ট্রান্সপোর্ট অফিসার বা এমভিআই (মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর) পদে নিযুক্ত হতে হয়।

এ ছাড়াও ডিপ্লোমা থাকা প্রার্থীদের জন্য রিজিওন্যাল ট্রান্সপোর্ট অফিসে আরও কিছু পদ রয়েছে। সেগুলি হল— আরটিও সহকারী ইঞ্জিনিয়ার, আরটিও ক্লার্ক। তিনটি পর্যায়ে পরীক্ষা হয়। প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

সময়সীমা ধার্য থাকে ২ ঘন্টা।

যে বিষয়গুলির উপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি করা হয়, সেগুলি হল:

  • ভারতের ভূগোলের ইতিহাস,
  • ইকোলজি এবং পরিবেশবিদ্যা,
  • সাধারন বিজ্ঞান,
  • সাংস্কৃতিক বিজ্ঞান,
  • জাতীয় এবং আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলি,
  • কৃষি বিজ্ঞান,
  • ভারতীয় আইন,
  • ইংরেজি ভাষা,
  • অর্থনীতি বিষয়,

সামাজিক উন্নয়ন।এই পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীকে শারীরিক পরীক্ষা দিতে হয়। এই পর্যায়ে উত্তীর্ণ হলে মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীদের সাক্ষাৎকারে ডাকা হয়। সাক্ষাৎকারে পাশ করলে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হয়।

বেতন: কাজের অভিজ্ঞতা ও পদের উপর নির্ভর করে প্রতি মাসে প্রায় ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা বেতন হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE