Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে ভলিবল ম্যাচে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫০

আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হলেন ৫০ জন। প্রশাসনিক সূত্রে খবর, পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে রবিবার দুপুরে একটি ভলিবল ম্যাচ চলাকালীন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম অন্তত ৬০ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে বিস্ফোরণে নিহতদের সারি। ছবি: এপি।

হাসপাতালে বিস্ফোরণে নিহতদের সারি। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৪ ২১:১৬
Share: Save:

আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হলেন ৫০ জন। প্রশাসনিক সূত্রে খবর, পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে রবিবার দুপুরে একটি ভলিবল ম্যাচ চলাকালীন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম অন্তত ৬০ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর আগে আফগানিস্তান জুড়ে বহু বার জঙ্গি হামলা চালালেও এ ঘটনার দায় নেয়নি তালিবানেরা। তবে উল্লেখযোগ্য ভাবে তালিবান হামলা রুখতে এ দিনই মার্কিন নেতৃত্বধীন ন্যাটো বাহিনীর সাড়ে ১২ হাজার সেনা দেশে মোতায়েনে সায় দেয় আফগান পার্লামেন্টের নিম্ন কক্ষ। চুক্তি অনুযায়ী আগামী বছর পর্যন্ত সে দেশে তালিবান মোকাবিলায় আফগান পুলিশকে সাহায্য করবে ন্যাটো বাহিনী।পাকতিকা প্রদেশের গভর্নরের মুখপাত্র মোখিস আফগান বলেন, পাকিস্তান সীমান্ত ঘেঁষা ইয়াহয়াখাইল জেলায় একটি আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা চলার সময় বিস্ফোরণ ঘটে। এ দিন খেলা দেখতে মাঠে হাজির ছিলেন বহু দর্শক। পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তারাও মাঠে খেলা দেখতে এসেছিলেন বলে জানিয়েছেন পাকতিকা প্রদেশের ডেপুটি গভর্নর আতাউল্লাহ ফাজিল। তিনি আরও জানান, হামলাকারী একটি মোটরবাইকে করে মাঠে এসেছিল। দর্শকদের ভিড়ে মিশে সে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

afghanistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE