Advertisement
১১ মে ২০২৪

এ বারেও মাধ্যমিকে কলকাতাকে টেক্কা দিল জেলা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০১৪ ১১:৫৮
Share: Save:

এ বছরও মাধ্যমিকের ফলে কলকাতাকে টেক্কা দিল জেলা। মেধা তালিকায় সম্ভাব্য প্রথম তিন স্থানাধিকারীই জেলার। পাশের হারের নিরিখেও কলকাতাকে পিছনে ফেলেছে জেলা।

বৃহস্পতিবার সকালে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। গত বছরের তুলনায় পাশের হার কিছুটা বেড়ে হয়েছে ৮২.২৪ শতাংশ। মেধা তালিকায় সম্ভাব্য প্রথম হুগলির কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র অর্ণব মল্লিক। অর্ণবের প্রাপ্ত নম্বর ৬৮২। সম্ভাব্য দ্বিতীয় কাটোয়া কাশীরাম ইনস্টিটিউশনের অনিরুদ্ধ সরকার। তিনি পেয়েছেন ৬৮১ নম্বর। যুগ্ম ভাবে সম্ভাব্য তৃতীয় হয়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুর স্কুলের প্রীতম দাস এবং বসিরহাট হরিমোহন দালাল গার্লস স্কুলের বীথি মণ্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮০।

কলকাতার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছেন মেধা তালিকার ষষ্ঠ স্থানাধিকারী অর্ঘ্য মাইতি । নব নালন্দা হাইস্কুলের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৭৭। একই স্কুল থেকে সম্ভাব্য দশম হয়েছেন অরিত্র পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৭৩। প্রথম দশ স্থানাধিকারী ছাত্রছাত্রীর সংখ্যা ৫৪। পাশের হারের নিরিখে এ বছর মেয়েদের তুলনায় এগিয়ে ছেলেরা। পাশের হারের নিরিখে রাজ্যে প্রথম পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৫.০৪%। দ্বিতীয় স্থানে থেকে কলকাতায় পাশের হার ৯০.৮৬%।

এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১০,৪২,৭১৪ জন। ছাত্রদের পাশের হার ৮৫.৮৮ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে সেই সংখ্যাটা শতকরা ৭৮.৮৭। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, চলবে ৪ মার্চ পর্যন্ত।

সম্ভাব্য মেধা তালিকা

নাম

প্রাপ্ত নম্বর

র‌্যাঙ্ক

স্কুল

অর্ণব মল্লিক

৬৮২

প্রথম

কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল

অনিরুদ্ধ সরকার

৬৮১

দ্বিতীয়

কাশীরাম ইনস্টিটিউশন

প্রীতম দাস

৬৮০

তৃতীয়

ইসলামপুর হাইস্কুল

বীথি মণ্ডল

৬৮০

তৃতীয়

বসিরহাট হরিমোহন দালাল হাইস্কুল

ঐশি মণ্ডল

৬৭৯

চতুর্থ

বসিরহাট হরিমোহন দালাল হাইস্কুল

মধুলিকা ঘোষ

৬৭৯

চতুর্থ

চাঁদপাড়া বালিকা বিদ্যালয়

নিবেদিতা কাউরি

৬৭৮

পঞ্চম

বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুল

দৈপায়ন দুবে

৬৭৮

পঞ্চম

বর্ধমান টাউন স্কুল

সৌমিক মোহান্তি

৬৭৮

পঞ্চম

দাহালা হাইস্কুল

দেবরাজ দাস

৬৭৮

পঞ্চম

বসিরহাট টাউন হাইস্কুল

সায়ন্তন লাহিড়ী

৬৭৮

পঞ্চম

টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল

দিগন্ত দাস

৬৭৮

পঞ্চম

নবদ্বীপ রামকৃষ্ণ মিশন হাইস্কুল

বর্ণালী সরকার

৬৭৭

ষষ্ঠ

বার্লো গার্লস হাইস্কুল

সুমনা কুণ্ডু

৬৭৭

ষষ্ঠ

কাপসিট হাইস্কুল

কুন্দন মাজি

৬৭৭

ষষ্ঠ

রানিগঞ্জ হাইস্কুল

সায়ন্তী মণ্ডল

৬৭৭

ষষ্ঠ

কাটোয়া দূর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল

প্রত্যয় চন্দ্র

৬৭৭

ষষ্ঠ

তমলুক হ্যামিলটন হাইস্কুল

গোপাল চন্দ্র সাঁতরা

৬৭৭

ষষ্ঠ

তমলুক হ্যামিলটন হাইস্কুল

অনীশ কোনার

৬৭৭

ষষ্ঠ

টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল

সৌরভ রায়

৬৭৭

ষষ্ঠ

নেবাধাই হাইস্কুল

অর্ঘ মাইতি

৬৭৭

ষষ্ঠ

নবনালন্দা হাইস্কুল

শ্রমণা দাস

৬৭৬

সপ্তম

সুনীতি অ্যাকাডেমি

বাণীব্রত সিংহ

৬৭৬

সপ্তম

ইসলামপুর হাইস্কুল

সৌরভ চট্টোপাধ্যায়

৬৭৬

সপ্তম

হোদলনারায়ণপুর হাইস্কুল

প্রীতম দত্ত

৬৭৬

সপ্তম

বিষ্ণুপুর হাইস্কুল

পারিজাত দত্ত

৬৭৬

সপ্তম

কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল

সত্যাগ্নি মজুমদার

৬৭৬

সপ্তম

পাল্লা কালিপদ চক্রবর্তী হাইয়ার সেকেন্ডারি স্কুল

অভিষেক পাত্র

৬৭৬

সপ্তম

হাওড়া জেলা স্কুল

সাগরদ্বীপ দাস

৬৭৫

অষ্টম

কামাখ্যাগুড়ি হাইস্কুল

সৌরভ কৈবর্ত

৬৭৫

অষ্টম

লেগো রাম ব্রক্ষ্ম রামকুমার বিদ্যাপীঠ

অমর্ত্য পাল

৬৭৫

অষ্টম

কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল

বলরাম হাজরা

৬৭৫

অষ্টম

বসিরহাট টাউন হাইস্কুল

তমজিত দে সরকার

৬৭৪

নবম

জেনকিন্স স্কুল

সায়ন্তন মণ্ডল

৬৭৪

নবম

গুপ্তিপাড়া হাইস্কুল

অর্ণব সাঁধুখা

৬৭৪

নবম

শ্যামপুর হাইস্কুল

সূচিস্মিথ ভট্টাচার্য

৬৭৪

নবম

বীরভূম হাইস্কুল

এণাক্ষী বিশ্বাস

৬৭৪

নবম

রামপুরহাট গার্লস হাইস্কুল

পিযুষকান্তি নাগ

৬৭৪

নবম

গলসি হাইস্কুল

রোশনি মণ্ডল

৬৭৪

নবম

তেহট্ট শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয়

নির্ঝর চট্টোপাধ্যায়

৬৭৪

নবম

ব্যাসপুর হাইস্কুল

দেবলীনা মিশ্র

৬৭৪

নবম

চাতরা নেতাজি বালিকা শিক্ষানিকেতন

রুপায়ন সাহা

৬৭৪

নবম

হাবরা হাইস্কুল

সুসীতা সাঁমুই

৬৭৪

নবম

বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়

স্বাগতম হালদার

৬৭৪

নবম

পঞ্চসায়র শিক্ষা নিকেতন

মৌসম দত্ত

৬৭৪

নবম

স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল

অনিশা চন্দ

৬৭৩

দশম

সুভাষিনী গার্লস হাইস্কুল

ঋত্বিক পাল

৬৭৩

দশম

ভাতার মাধব পাবলিক হাইস্কুল

অদ্রিশকুমার পণ্ডা

৬৭৩

দশম

হলদিয়া সেন্ট জেভিয়ার্স হাইস্কুল

রূপককুমার ঠাকুর

৬৭৩

দশম

পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

সম্প্রীতি ভট্টাচার্য

৬৭৩

দশম

কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল

অঙ্কিতা ঘোষ

৬৭৩

দশম

কাটিয়াহাট বি কে এ পি গার্লস হাইস্কুল

কণাদ মিত্র

৬৭৩

দশম

হাওড়া জেলা স্কুল

অরিত্র পাল

৬৭৩

দশম

নব নালন্দা হাইস্কুল

রিমি ঘোষ

৬৭৩

দশম

ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাইস্কুল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE