Advertisement
১১ মে ২০২৪

কোর্ট তাঁর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেনি, মন্তব্য স্পিকারের

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ১৯:৪৪
Share: Save:

লোকসভায় বিরোধী দলনেতার পদ নিয়ে শুক্রবার মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এম লোঢা। শনিবার সেই প্রসঙ্গে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন জানিয়েছেন, সুপ্রিম কোর্ট তাঁর এক্তিয়ার নিয়ে কোনও প্রশ্ন তোলেনি। সরকারের কাছে তার অবস্থান জানতে চেয়েছে।

সম্প্রতি সুমিত্রা মহাজন লোকসভার বিরোধী দলনেতা পদের বিষয়টি খারিজ করে দিয়েছিলেন। তাঁর যুক্তি, সংবিধান মোতাবেক বিরোধী দলনেতার পদ পেতে গেলে ন্যুনতম ১০ শতাংশ সদস্য থাকতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের। কিন্তু এ বারের লোকসভা নির্বাচনে যে হেতু বিজেপি ছাড়া একক ভাবে কোনও দলই ৫৫টি আসন দখল করতে পারেনি, তাই বিরোধী দলনেতার পদ নিয়ে তাঁর এমন সিদ্ধান্ত। এ দিনও প্রায় একই কথা বলেছেন স্পিকার। তিনি বলেন, “সংবিধান এবং রীতি মেনে আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম।” স্পিকারের মতে, লোকসভায় বিরোধীরা আছেন। এবং তাঁরা নিজেদের ভূমিকা ভাল ভাবেই পালন করছেন। শুধু তাঁদের কোনও দলনেতা নেই। এর আগে ১৯৮০ এবং ৮৪ সালে লোকসভায় বিরোধী দলনেতার পদে কেউ ছিলেন না। সুমিত্রা বলেন, “নির্দিষ্ট সংখ্যক সদস্য না থাকায় ওই সময় লোকসভায় কোনও বিরোধী দলনেতা ছিলেন না।”

শুক্রবার একটি অন্য মামলার শুনানির সময় প্রধান বিচারপতি লোঢা মন্তব্য করেন, বিরোধী দলনেতা যে হেতু একটি গুরুত্বপূর্ণ পদ, তাই এই বিষয়ে সরকার তার অবস্থান স্পষ্ট করুক। এরই প্রেক্ষিতে এ দিন স্পিকার বলেন, “লোকপাল নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট সরকারের কাছে এই প্রশ্ন করেছে। স্পিকারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেনি। অ্যাটর্নি জেনারেল সরকারের বক্তব্য আদালতকে জানিয়ে দেবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE