Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জমির মালিকানা নিয়ে গণ্ডগোলের জেরে ইসলামপুরে নিহত দুই

জমির বিবাদকে কেন্দ্র করে প্রাণ হারালেন একই পরিবারের দু’জন। রবিবার রাতে ইসলামপুর থানার আগডিমথি খুন্তিু গ্রাম পঞ্চায়েতের গোঠিয়া টোল গ্রামের ওই ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ০২ মার্চ ২০১৫ ১৬:১৭
Share: Save:

জমির বিবাদকে কেন্দ্র করে প্রাণ হারালেন একই পরিবারের দু’জন। রবিবার রাতে ইসলামপুর থানার আগডিমথি খুন্তিু গ্রাম পঞ্চায়েতের গোঠিয়া টোল গ্রামের ওই ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা ইউসুফ আলি এবং খইবুলের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিনের বিবাদ রয়েছে। তাঁরা দু’জনেই একই পরিবারের সদস্য। ওই দিন সন্ধ্যায় ফের মালিকানা বিষয়ে দু’জনের গণ্ডগোল শুরু হয়। তখন গ্রামবাসীদের বেশ কয়েক জন তা মেটাতে আসেন। তাঁরা জমি সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু সে সব দেখার পরেও এ বিষয়ে কোনও নিষ্পত্তি হয়নি। এর পর তাঁরা ইউসুফদের বাড়ি থেকে চলে যান।

এর পর ফের বচসা শুরু হয় ওই পরিবারের সদস্যদের মধ্যে। চিৎকার চেঁচামেচি থেকে শুরু করে গালিগালাজ পর্যন্ত চলে। তার পর একে অপরকে লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন তাঁরা। ঘটনায় সাত জন গুরুতর ভাবে জখম হন। তাঁদেরকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁচ জনকে ভর্তি করে নিলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খইবুল এবং সইদুল নামে দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করেন চিকিৎসকেরা। সেখানে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান খইবুল (৬০)। সইদুলকে ভর্তি করানো হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়।

ইসলামপুর হাসপাতালে ভর্তি এক মহিলা-সহ ওই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ইউসুফও রয়েছেন। ইসলামপুরের এসডিপিও বৈভব তিওয়ারি বলেন, “জমির মালিকানাকে ঘিরে বিবাদের জেরে এক জন নিহত হয়েছেন। অন্য জনের মৃত্যু সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

islampur familyclash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE