Advertisement
১১ মে ২০২৪

জামাত নেতা সাইদির আমৃত্যু কারাদণ্ড

জামাতে ইসলামির শীর্ষ নেতা দেলোয়ার হোসেন সাইদির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি মহম্মদ মুজাম্মেল হোসেন-সহ পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় ঘোষণা করে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৯
Share: Save:

জামাতে ইসলামির শীর্ষ নেতা দেলোয়ার হোসেন সাইদির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি মহম্মদ মুজাম্মেল হোসেন-সহ পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় ঘোষণা করে।

গত বছর ২৮ ফেব্রুয়ারি সাইদির প্রাণদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। তার বিরুদ্ধে আপিল করেছিলেন সাইদি। পরে ওই আপিল মামলার শুনানি শেষ করে রায়ের দিন ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারকরা। অবশেষে এ দিন প্রাণদণ্ড খারিজ করে পাঁচ বিচারকের বেঞ্চ। ৭৪ বছর বয়সী এই নেতা ২০১০ সাল থেকেই জেলে রয়েছেন। ২০১১-র ৩ অক্টোবর তাঁর বিচার শুরু হয় খুন, গণহত্যা, লুঠপাট, ধর্ষণ ও ধর্মান্তরের অভিযোগে।

এ দিন এই রায় ঘিরে আদালত, সরকারি দফতর- সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। হাজার খানেক পুলিশ, র্যাব নিয়ে আদালত চত্বরে আনা হয় ইসলামির শীর্ষ নেতাকে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, সব ক’টি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে সাইদি ফাঁসির সাজা থেকে রেহাই পাবেন, আশা করেননি তিনি।

সাইদির পুত্র বলেন, “এই রায়ে আমরা খুশি হইনি, তাঁর বেকসুর খালাস পাওয়ার কথা ছিল। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর রিভিউর আবেদন জানাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

allama delwar hussian saidi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE