Advertisement
১১ মে ২০২৪

দিল্লিতে পুলিশ খুনে অভিযুক্ত ধৃত অসমে

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৪ ১৯:৪২
Share: Save:

দিল্লির এক কনস্টেবলকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গুয়াহাটির কাছে, চন্দ্রপুর থেকে গ্রেফতার করল পুলিশ। ১৩ অক্টোবর দিল্লির বিজয় বিহার থানার দুই কনস্টেবল, জগবীর ও নরেন্দ্র রাতে টহল দিচ্ছিলেন। একটি অটোয় বসা সন্দেহভাজন চার ব্যক্তিকে দেখে তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন ওই চার জন দুই কনস্টেবলকে গুলি করে পালায়। জগবীর ঘটনাস্থলেই মারা যান। জখম হন নরেন্দ্র। ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত অনিল টুন্ডা অসমে পালিয়েছে বলে জানতে পারে দিল্লি পুলিশ। শনিবার দিল্লি ও অসম পুলিশের যৌথ একটি দল চন্দ্রপুর এলাকা থেকে টুন্ডাকে গ্রেফতার করে। তার নামে দিল্লির বিভিন্ন থানায় ১৫টি অভিযোগ রয়েছে।

অন্য দিকে, পুলিশকর্মীকে হত্যা করার অভিযোগ থেকে মুক্তি পেলেন এনডিএফবি (রঞ্জন) গোষ্ঠীর চেয়ারম্যান রঞ্জন দৈমারি। ১৯৯১ সালে উদালগুড়িতে এক ওসিকে হত্যা করার ঘটনায় রঞ্জন অভিযুক্ত ছিলেন। এ দিন পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে আদালত রঞ্জনকে অভিযোগ থেকে মুক্তি দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE