Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নবান্নের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে পথ দুঘটনায় মৃত ৪, আহত ১

কোনা এক্সপ্রেসওয়েতে সার্ভিস রোড না থাকার খেসারত দিতে হল প্রাণের বিনিময়ে। এই রাস্তা ধরে যাওয়ার সময় বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নিয়ন্ত্রণহীণ ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল চার জনের। তাঁদের মধ্যে ছ’বছরের এক শিশু ও তার মা-ও রয়েছেন। কাল, শুক্রবার ওই শিশুটির জন্মদিন। ঘটনাটি ঘটে নবান্নের কাছে হাওড়ার শেখপাড়ায় কোনা এক্সপ্রেসওয়ের উপর। আহত হয়েছেন এক ভ্যানচালকও। চিকিত্সার জন্য তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় পিষ্ট মোটরসাইকেল চালক। ছবি: দেবাশিস দাশ।

দুর্ঘটনায় পিষ্ট মোটরসাইকেল চালক। ছবি: দেবাশিস দাশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৪ ১৪:১৭
Share: Save:

কোনা এক্সপ্রেসওয়েতে সার্ভিস রোড না থাকার খেসারত দিতে হল প্রাণের বিনিময়ে। এই রাস্তা ধরে যাওয়ার সময় বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নিয়ন্ত্রণহীণ ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল চার জনের। তাঁদের মধ্যে ছ’বছরের এক শিশু ও তার মা-ও রয়েছেন। কাল, শুক্রবার ওই শিশুটির জন্মদিন। ঘটনাটি ঘটে নবান্নের কাছে হাওড়ার শেখপাড়ায় কোনা এক্সপ্রেসওয়ের উপর। আহত হয়েছেন এক ভ্যানচালকও। চিকিত্সার জন্য তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে বিদ্যাসাগর সেতুর দিক থেকে আসা একটি দশ চাকার ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানরিকশাকে ধাক্কা মারে। আহত হন তার চালক শমীক মাঝি। এর পর সেটি ধাক্কা মারে ছ’বছরের ওই শিশু ঈশিতা সেন ও তার মা অনিন্দিতা সেনকে। সঙ্গে ছিলেন তাঁদের পরিচারিকা পুষ্পা পাঁজাও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণহীণ ওই ট্রেলার তাঁদের ধাক্কা মারে। রাস্তার গার্ডরেলের সঙ্গে পিষ্ট হয়ে যান তাঁরা। সে সময়ে উল্টো দিক থেকে আসছিল একটি মোটরসাইকেল। ট্রেলারটি সেটিকে নিয়ে পড়ে যায় রাস্তার পাশে তিন ফুট নীচে। ট্রেলারের চাকার সঙ্গেই পিষ্ট হয়ে যান মোটরসাইকেল আরোহী। তাঁর পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার পর রাস্তার পড়ে থাকা স্কুলের পরিচয়পত্রটি দেখে মৃত শিশুটির পরিচয় জানতে পারে পুলিশ। সে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের আপার কেজির ছাত্রী। চ্যাটার্জিহাট থানার পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE