Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফের আইইডি বিস্ফোরণ ইম্ফলে, হত তিন

জঙ্গিদের আইইডি বিস্ফোরণে ইম্ফলে তিন বহিরাগত শ্রমিক নিহত হলেন। হামলায় গুরুতর জখম ৪। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে কোয়াথঙের মোতবাঙ এলাকার একটি বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে। হতাহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। গত সোমবার ইম্ফলেরই একটি বাজারে জঙ্গিদের আইইডি ফেটে বিহারের দুই শ্রমিক নিহত হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ১৯:৫৯
Share: Save:

জঙ্গিদের আইইডি বিস্ফোরণে ইম্ফলে তিন বহিরাগত শ্রমিক নিহত হলেন। হামলায় গুরুতর জখম ৪। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে কোয়াথঙের মোতবাঙ এলাকার একটি বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে। হতাহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। গত সোমবার ইম্ফলেরই একটি বাজারে জঙ্গিদের আইইডি ফেটে বিহারের দুই শ্রমিক নিহত হয়েছিলেন।

এ দিকে, অসমের চিরাঙের একটি জঙ্গলে সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে এনডিএফবি (সংবিজিৎ) বাহিনীর দুই জঙ্গি নিহত হয়। জঙ্গিঘাঁটি থেকে মাসখানেক আগে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সেখানে মিলেছে কয়েকটি রাইফেল-সহ অন্যান্য অস্ত্রশস্ত্র। শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড়ের খাম্বাগপাড়ায় একটি সড়ক নির্মাণ সংস্থার অফিসে হানা দিয়ে নৈশ নিরাপত্তাকর্মীকে গুলি করে জঙ্গিরা। পুলিশ জানায়, ঘটনাস্থলেই জেনিসন চাকমা নামে ওই যুবক নিহত হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE