Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত রেনো লাভিলেনি এবং ভালেরি অ্যাডামস

২০১৪ সালের বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত হলেন ফ্রান্সের পোল ভল্টার রেনো লাভিলেনি এবং নিউজিল্যান্ডের মহিলা শটপুটার ভালেরি অ্যাডামস। চলতি বছরের জন্য আন্তর্জাতিক অ্যাথলিট ফেডারেশন (আইএএএফ) বেছে নেয় এই দু’জনকে। মোনাকোর শাপিতো দ্য ফন্তভিয়েইতে একটি অনুষ্ঠানে তাঁদের দু’জনের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেন মোনাকোর রাজকুমার দ্বিতীয় অ্যালবার্ট এবং আইএএএফের প্রেসিডেন্ট লামিন ডিয়াক।

ভালেরি অ্যাডামস এবং রেনো লাভিলেনি। ছবি: এএফপি।

ভালেরি অ্যাডামস এবং রেনো লাভিলেনি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ২০:০৫
Share: Save:

২০১৪ সালের বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত হলেন ফ্রান্সের পোল ভল্টার রেনো লাভিলেনি এবং নিউজিল্যান্ডের মহিলা শটপুটার ভালেরি অ্যাডামস। চলতি বছরের জন্য আন্তর্জাতিক অ্যাথলিট ফেডারেশন (আইএএএফ) বেছে নেয় এই দু’জনকে। মোনাকোর শাপিতো দ্য ফন্তভিয়েইতে একটি অনুষ্ঠানে তাঁদের দু’জনের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেন মোনাকোর রাজকুমার দ্বিতীয় অ্যালবার্ট এবং আইএএএফের প্রেসিডেন্ট লামিন ডিয়াক।

এই বছরই প্রথম কোনও পুরুষ পোলভল্টার এবং মহিলা শটপুটার বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত হলেন।

গত ফেব্রুয়ারিতে ডনেত্স্কতে পোল্ট ভল্টের ইভেন্টে ৬.১৬ মিটার লাফিয়ে শিরোনামে উঠে আসেন অলিম্পিক পদক জয়ী বছর আঠাশের ফরাসি খেলোয়াড় রেনো লাভিলেনি। ১৯৮৮ সালের পর তিনিই দ্বিতীয় ফরাসি যিনি বর্ষসেরার পুরস্কার জিতলেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, আইএএএফ কন্টিনেন্টাল কাপ, ডায়মন্ড লিগ রেস-সহ চলতি বছরের ২২টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ২১টিতেই জিতেছেন রেনো লাভিলেনি।

আইএএএফের ডায়মন্ড লিগের সাতটি ইভেন্টেই জয়লাভ করেন চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিক বিজয়ী নিউজিল্যান্ডের শটপুটার ভালেরি অ্যাডামস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE