Advertisement
২৭ এপ্রিল ২০২৪

‘বাকিটা ব্যক্তিগত’ এবং ‘জাতিস্মর’-এর হাত ধরে জাতীয় মঞ্চে টলিউড

‘জাতিস্মর’-এর একটি দৃশ্যে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

‘জাতিস্মর’-এর একটি দৃশ্যে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ১৭:৩১
Share: Save:

এক ঢিলে যেন চার পাখি মারল বাংলা ছবি ‘জাতিস্মর’। সঙ্গীত, মেকআপ, পোশাক এবং গায়কের শ্রেষ্ঠ পুরস্কার ঘরে আনল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি। এরই পাশাপাশি প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি ‘বাকিটা ব্যক্তিগত’ এ দিন বাংলায় নিয়ে এল শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির পুরস্কারও।

বুধবার নয়াদিল্লিতে ৬১তম জাতীয় পুরস্কার ঘোষিত হল। ‘জাতিস্মর’-এর জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের শিরোপা পেয়েছেন কবির সুমন। তাঁর সুরে ‘এ তুমি কেমন তুমি’ গানটি গেয়ে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন রূপঙ্কর বাগচী। ওই একই ছবির জন্য শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক হয়েছেন সাবর্ণী দাস এবং মেকআপের জন্য সেরা পুরস্কার পেয়েছেন বিক্রম গায়কোয়াড়। এক ছবির দৌলতে টলিউড ছিনিয়ে নিয়েছে চারটি পুরস্কার।

সেরা ছবি হিসেবে স্বর্ণকমল পেয়েছে ‘শিপ অফ থেসিয়াস’। সেরা জনপ্রিয় ছবি ‘ভাগ মিলখা ভাগ’। সামাজিক সচেতনতা মূলক ছবির তকমা পেয়েছে ‘গুলাবি গ্যাং’। আগামী ৩ মে এই পুরস্কার দেওয়া হবে।

• সেরা ছবি স্বর্ণকমল ‘শিপ অফ থেসিয়াস’।

• সেরা অকাহিনি চিত্র কমলস্বরূপ ‘রঙ্গভূমি’।

• সেরা আঞ্চলিক ছবি ‘বাকিটা ব্যক্তিগত’।

• সেরা হিন্দি ছবি ‘জনি এলএলবি’।

• সেরা ইংরেজি ছবি ‘কফি মেকার’।

• সেরা শিশুচলচ্চিত্র ‘কাফাল’।

• শ্রেষ্ঠ জনপ্রিয় ছবি ‘ভাগ মিলখা ভাগ’।

• শ্রেষ্ঠ অভিনেতা রাজকুমার রাও এবং সুরজ বেনজারামুড়ু।

• শ্রেষ্ঠ অভিনেত্রী গীতাঞ্জলী থাপা।

• শ্রেষ্ঠ সহ অভিনেতা সৌরভ শুক্ল।

• শ্রেষ্ঠ সহ অভিনেত্রী অাম্রুতা সুভাস।

• শ্রেষ্ঠ কোরিওগ্রাফি ‘ভাগ মিলখা ভাগ’।

• সেরা গায়ক রূপঙ্কর বাগচী।

• সেরা গায়িকা বেলা শিন্দে।

• সেরা সঙ্গীত পরিচালক কবীর সুমন।

• সেরা আবহসঙ্গীত শান্তনু মৈত্র।

• শ্রেষ্ঠ আবহসঙ্গীতপূর্ণ ছবি ‘ম্যাড্রাজ কাফে’।

• শ্রেষ্ঠ পরিচালক হানসল মেহতা।

• সেরা সংলাপ মরাঠি ছবি ‘অস্তু’।

• সেরা সামাজিক বিষয়ভিত্তিক ছবি ‘গুলাবি গ্যাং’।

• সেরা সম্পাদক অর্জুন গৌরিসাড়িয়া

• সেরা পোশাক পরিকল্পক সাবর্ণী দাস।

• সেরা মেকআপ বিক্রম গায়কোয়াড়।

• সেরা শব্দ পরিকল্পক বিশ্বদীপ চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE