Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাধ্যমিকের সম্ভাব্য সেরা দশ

এ বছরে মাধ্যমিকে কলকাতাকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়ার সুরজিৎ লোহার। তেমনই মাধ্যমিকে সেরা দশে উঠে এসেছে হুগলির অর্চিষ্মান, বালুরঘাটের শুভায়ন এবং কোচবিহারের অভীকদের নামও। কোন জেলার কে কত নম্বর পেয়ে প্রথম দশের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তা দেওয়া হল নীচের তালিকায়।এ বছরে মাধ্যমিকে কলকাতাকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়ার সুরজিৎ লোহার। তেমনই মাধ্যমিকে সেরা দশে উঠে এসেছে হুগলির অর্চিষ্মান, বালুরঘাটের শুভায়ন এবং কোচবিহারের অভীকদের নামও। কোন জেলার কে কত নম্বর পেয়ে প্রথম দশের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তা দেওয়া হল নীচের তালিকায়।

সুরজিৎ লোহার।

সুরজিৎ লোহার।

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ১৩:৪৪
Share: Save:

মাধ্যমিকের সেরা দশ

নাম স্কুল প্রাপ্ত নম্বর স্থান

সুরজিৎ লোহার বাঁকুড়া জেলা স্কুল ৬৮৪ প্রথম

অর্চিষ্মান পাণিগ্রাহী হুগলি কলেজিয়েট স্কুল ৬৮৩ দ্বিতীয়

শুভায়ন তালুকদার বালুরঘাট হাইস্কুল ৬৮২ তৃতীয়

শুভজিৎ মণ্ডল বাঁকুড়া জেলা স্কুল ৬৮০ চতুর্থ

শৌভিক ভট্টাচার্য চৌহাটা হাই স্কুল ৬৮০ চতুর্থ

অভীক সরকার জেনকিন্স স্কুল ৬৮০ চতুর্থ

পার্থসারথি সামন্ত দাসপুর বিবেকানন্দ হাইস্কুল ৬৮০ চতুর্থ

প্রমিশে রায় মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় ৬৭৯ পঞ্চম

পার্থপ্রতিম বর্মন জেনকিন্স স্কুল ৬৭৯ পঞ্চম

অঙ্কিত রায় জেনকিন্স স্কুল ৬৭৯ পঞ্চম

রোহিত কুমার আসানসোল ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুল ৬৭৮ ষষ্ঠ

সৌগত ঘোষ কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন ৬৭৮ ষষ্ঠ

দেবালি সরকার পাণ্ডুয়া রাধারানি গার্ল‌্স হাইস্কুল ৬৭৮ ষষ্ঠ

ঋত্বিক দাস বাঁকুড়া জেলা স্কুল ৬৭৮ ষষ্ঠ

শুভদীপ সিংহ মহাপাত্র বাঁকুড়া জেলা স্কুল ৬৭৮ ষষ্ঠ

ময়াঙ্ক চট্টোপাধ্যায় মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম হাইস্কুল ৬৭৮ ষষ্ঠ

বর্ষা দাস কুলটি গার্ল‌্স হাইস্কুল ৬৭৭ সপ্তম

অদিতি চক্রবর্তী কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় ৬৭৭ সপ্তম

তুফান চট্টোপাধ্যায় বাঁকুড়া জেলা স্কুল ৬৭৭ সপ্তম

জয়প্রকাশ বিট বাঁকুড়া জেলা স্কুল ৬৭৭ সপ্তম

কিশলয় মণ্ডল বাঁকুড়া জেলা স্কুল ৬৭৭ সপ্তম

অরিজিৎ সেন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম হাইস্কুল ৬৭৭ সপ্তম

ঋতম বসাক মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম হাইস্কুল ৬৭৭ সপ্তম

পাঞ্চজন্য বর্মন জেনকিন্স স্কুল ৬৭৭ সপ্তম

প্রাচী কর মানকর গার্ল‌্স হাইস্কুল ৬৭৬ অষ্টম

কুশল কুমার ইলশোভা মণ্ডলা হাইস্কুল ৬৭৬ অষ্টম

অয়নদীপ মণ্ডল তারকেশ্বর হাই স্কুল ৬৭৬ অষ্টম

বিনায়ক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলা স্কুল ৬৭৬ অষ্টম

অঙ্কিতা সিট বাঁকুড়া মিশন গার্ল‌্স হাইস্কুল ৬৭৬ অষ্টম

অনিশা পাল নবদ্বীপ বালিকা বিদ্যালয় ৬৭৬ অষ্টম

পৌষালি চক্রবর্তী পাণ্ডুয়া রাধারানি গার্ল‌্স হাইস্কুল ৬৭৫ নবম

হৃত শর্মা হুগলি কলেজিয়েট স্কুল ৬৭৫ নবম

অহনা কুন্ডু হাবরা কামিনীকুমার গার্ল‌্স হাইস্কুল ৬৭৫ নবম

বৈষ্ণা বিশ্বাস সাউথ পয়েন্ট হাইস্কুল ৬৭৫ নবম

দেবমাল্য সরকার জেনকিন্স স্কুল ৬৭৫ নবম

আলিম্পন বারিক ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউসন ৬৭৫ নবম

রাজদীপ হাটি গোবরদা হাইস্কুল ৬৭৫ নবম

শঙ্খ প্রামাণিক আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল ৬৭৪ দশম

জয়ন্ত সিংহ মহাপাত্র বাঁকুড়া জেলা স্কুল ৬৭৪ দশম

অরিত্র মণ্ডল কেন্দুয়া ডিহি হাইস্কুল ৬৭৪ দশম

শুভেন্দু প্রামাণিক কতুলপুর হাইস্কুল ৬৭৪ দশম

শুভ্রদীপ মণ্ডল বেরহামপুর জগন্নাথ অ্যাকাডেমি ৬৭৪ দশম

ধ্রুবজ্যোতি সেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৬৭৪ দশম

অঞ্চিতা দাস শিলিগুড়ি গার্ল‌্স হাইস্কুল ৬৭৪ দশম

দেবাশিস সাহা তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল ৬৭৪ দশম

জয়শিস সিংহ ধূলিয়াপুর পল্লীশ্রী বানি মন্দির ৬৭৪ দশম

সুচরিতা মল্লিক কেচান্দা ভিপিএ বিদ্যাপীঠ ৬৭৪ দশম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE