Advertisement
১০ মে ২০২৪

লেক গার্ডেন্সের ফ্লাইওভারে উদ্ধার যুবকের দেহ

লেক গার্ডেন্সের ফ্লাইওভারে এক যুবকের দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে চারু মার্কেট থানা এলাকার ফ্লাইওভারের উপরে ওই যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। একটু দূরে পড়ে ছিল একটি হেলমেট ও মোবাইল। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দারাও। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সচিন এলা (১৯)। বাড়ি গড়িয়াহাটের গড়চায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ১৯:৩৬
Share: Save:

লেক গার্ডেন্সের ফ্লাইওভারে এক যুবকের দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে চারু মার্কেট থানা এলাকার ফ্লাইওভারের উপরে ওই যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। একটু দূরে পড়ে ছিল একটি হেলমেট ও মোবাইল। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দারাও। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সচিন এলা (১৯)। বাড়ি গড়িয়াহাটের গড়চায়।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের রেলিংয়ে ও রাস্তায় রক্তের দাগ মিলেছে। যুবকের গলায় আঘাতের চিহ্নও মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রবিবার দুপুর থেকেই বন্ধুদের সঙ্গে ছিল সচিন। রাতেও সে বন্ধুদের সঙ্গেই মোটরবাইকে চড়ে ঘুরছিল। সে সময়ে সচিন মদ্যপানও করেছিল বলে পুলিশের অনুমান। পুলিশের আরও অনুমান, ওই ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় মোটরবাইকের পিছন থেকে পড়ে গিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খায়। তখনই তার গলায় আঘাত লাগে। এর পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, রবিবার বাড়ি থেকে নিখোঁজ থাকলেও সচিনের পরিবার তাঁর কোনও খোঁজ করেননি। এমনকী, থানাতে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অন্য দিকে, ফ্লাইওভারে পড়ে গেলেও বন্ধুরা তাঁকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যান। সচিনের বাড়িতেও তাঁরা কোনও খবর দেননি। ওই বন্ধুদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সচিনের বাড়ির লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE