Advertisement
০২ মে ২০২৪

হাসপাতাল থেকে ছাড়া পেলেন চানু

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইরম শর্মিলা চানু। বুধবার ইম্ফলের একটি হাসপাতাল থেকে বেরনোর সময়ে তাঁর মুখে পরিচিত ফিডিং টিউব লাগানো ছিল না। অশ্রুসিক্ত নয়েন চানু বলেন, ‘‘আমি আবেগ-আক্রান্ত হয়ে কাঁদছি।’’ একই সঙ্গে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন সম্পর্কে তাঁর অবস্থান অপরিবর্তিত থাকছে বলেও তিনি জানান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৪ ১৮:২৩
Share: Save:

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইরম শর্মিলা চানু। বুধবার ইম্ফলের একটি হাসপাতাল থেকে বেরনোর সময়ে তাঁর মুখে পরিচিত ফিডিং টিউব লাগানো ছিল না। অশ্রুসিক্ত নয়েন চানু বলেন, ‘‘আমি আবেগ-আক্রান্ত হয়ে কাঁদছি।’’ একই সঙ্গে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন সম্পর্কে তাঁর অবস্থান অপরিবর্তিত থাকছে বলেও তিনি জানান।

মঙ্গলবার চানুকে মুক্তির নির্দেশ দিয়েছিল মণিপুরের পূর্ব ইম্ফলের জেলা ও দায়রা আদালত। বিচারক এ গুণেশ্বর শর্মা জানিয়েছিলেন, চানুর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই। তিনি রাজনৈতিক আন্দোলন চালাচ্ছেন। দাবি পূরণ না-হওয়া পর্যন্ত চানু অনশন চালাতে চাইলে, রাজ্য সরকারকেই তাঁর স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে ২০০০-এর নভেম্বর থেকে অনশন করছেন চানু। এখন তাঁর বয়স ৪২ বছর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sarmila chanu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE