Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কেন্দ্রের বঞ্চনার পুরনো অভিযোগ তুলে রাজ্য বাজেট পেশ অর্থমন্ত্রীর

শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। প্রথা ভেঙে তার একদিন আগে, এ দিন পেশ হল রাজ্য বাজেট। ১৯ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১২
Share: Save:

শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। প্রথা ভেঙে তার একদিন আগে, এ দিন পেশ হল রাজ্য বাজেট। ১৯ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। বাজেটে অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন তা এক নজরে —

• পরিকল্পনা খাতে বরাদ্দ বেড়েছে

• ৯১ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল

• ৭ কোটি ৮০ লক্ষ ডিজিট্যাল রেশন কার্ড বণ্টন

• ১০০ দিনের কাজে রাজ্য দেশে এক নম্বর

• ৮৪টি কৃষক বাজার চালু হয়েছে

• ভ্যাটের ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার প্রস্তাব। এর ফলে ২০ হাজার ছোট ব্যবসায়ী ভ্যাট থেকে ছাড় পাবেন বলে আশা অর্থমন্ত্রীর।

• অতিরিক্ত করের সীমা ৩০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪০ লক্ষ টাকা করা হয়েছে।

• প্রফেশনাল ট্যাক্স ও বাণিজ্য কর সংযুক্ত করা হল

• ১০ কোটি টাকার উপর বাণিজ্য হলে সেল্ফ অডিট স্টেটমেন্ট লাগবে না

• চাষিদের জন্য ১০ লক্ষ নতুন পাম্প বসানো হবে। এর ফলে ২০ লক্ষ হেক্টর জমিতে সেচের সুবিধা হবে

• বড় শিল্পে ৮৪ হাজার ২১১.৮৫ কোটি টাকা লগ্নির প্রস্তাব

• এ ছাড়াও রয়েছে ৫৫ হাজার ৮৫৫.৮৬ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

বরাদ্দ যা হল

• স্বাস্থ্যে ২০২ কোটি

• খাদ্য প্রক্রিয়াকরণে ১৩৮ কোটি

• মত্স্য শিল্পে ২১৮.১ কোটি টাকা

• পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন খাতে ৮৫৮০ কোটি টাকা

• সেচ ও জলপথ পরিবহণে ২০৪১ কোটি টাকা

• বন ও বন্যপ্রাণে ২৭১.৪ কোটি টাকা

• জলসম্পদ উন্নয়নে ৫২৮ কোটি টাকা

• স্কুল শিক্ষা এবং বিদ্যালয় উন্নয়ন খাতে ৮০৫৫ কোটি টাকা

• নারী, শিশু ও সমাজ কল্যাণে ২৮০৯.৮৩ কোটি টাকা

• ক্রীড়া ও যুবকল্যাণে ১৮০.৮ কোটি টাকা

• পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ৪৫০ কোটি

• বিদ্যুতে ১২৯৫ কোটি টাকা

• ভূমি সংস্কারে ১১৫ কোটি টাকা

• কৃষি ব্যবস্থার উন্নতিতে ১৫০০ কোটি টাকা

• সংখ্যালঘু উন্নয়নে ২০৩৩ কোটি টাকা

• সুন্দরবন উন্নয়নে ৩৭০ কোটি টাকা

• উত্তরবঙ্গ উন্নয়নে ৪৭০ কোটি টাকা

• পর্যটনে বরাদ্দ ২২৩ কোটি

• কলকাতা পুরসভাকে ৩ কোটি ৪০ হাজার টাকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

state budget amit mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE