Advertisement
১১ মে ২০২৪

হাঁটুতে চোট, আমিরশাহি ম্যাচ থেকে ছিটকে গেলেন শামি

আশঙ্কাই সত্যি হল। চোটের জন্য ছিটকে গেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। সূত্রের খবর, বাঁ পায়ের হাঁটুতে চোট রয়েছে তাঁর। তাঁকে কয়েক দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। ফলে শনিবারের সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে শামিকে ছাড়াই নামতে হবে ভারতকে। শুক্রবার ভারতের মিডিয়া ম্যানেজার আর এন বাবা বলেন, “হাঁটুতে সামান্য চোট রয়েছে শামির। বৃহস্পতিবার তাঁকে আল্ট্রাসাউন্ড ইঞ্জেকশন দেওয়া হয়েছে। শামির ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে শনিবারের ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শামি। ছবি: রয়টার্স।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শামি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫২
Share: Save:

আশঙ্কাই সত্যি হল। চোটের জন্য ছিটকে গেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। সূত্রের খবর, বাঁ পায়ের হাঁটুতে চোট রয়েছে তাঁর। তাঁকে কয়েক দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। ফলে শনিবারের সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে শামিকে ছাড়াই নামতে হবে ভারতকে।

শুক্রবার ভারতের মিডিয়া ম্যানেজার আর এন বাবা বলেন, “হাঁটুতে সামান্য চোট রয়েছে শামির। বৃহস্পতিবার তাঁকে আল্ট্রাসাউন্ড ইঞ্জেকশন দেওয়া হয়েছে। শামির ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে শনিবারের ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের পর ৬ মার্চ পারথে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে অবশ্য ‘ফিট’ শামিকে পাওয়া যাবে বলেই দাবি করা হয়েছে ভারতীয় দলের তরফে।

রবিবার দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন দু’য়েক পরে প্র্যাকটিস সেরে রাত ন’টা নাগাদ টিম ফিজিও নিতিন পটেল এবং আইসিসি-র এক কর্তার সঙ্গে পারথের একটি রেডিওলজি সেন্টারে যান শামি। প্রায় দু’ঘণ্টা সেখানে ছিলেন তিনি। এর পরই তাঁর চোট নিয়ে শুরু হয় জল্পনা।

পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিয়েছেন বাংলার এই পেসার। ১১-এর নীচে গড়-সহ দু’ম্যাচে নিয়েছেন ছ’টি উইকেট। ওভার প্রতি রান মাত্র ৩.৮২। ফর্মের তুঙ্গে থাকা পেসারকে নিয়ে তাই কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির। বিকল্প হিসাবে আগামিকাল সম্ভবত দলে ঢুকবেন ভূবনেশ্বর কুমার অথবা অল রাউন্ডার স্টুয়ার্ট বিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE