Advertisement
১৬ জুন ২০২৪

আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন সুনীল নারিন

শনিবার রাত পর্যন্তও তাঁকে নিয়ে নাইট শিবিরে ঘনীভূত ছিল আশঙ্কার মেঘ। তিনি অনুমতি পেয়েছেন কি না তা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে বরিবার সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে বিসিসিআই ছাড়পত্র দিয়েই দিলেন তাঁকে। তিনি আর কেউ নন, নাইটের অন্যতম প্রধান বোলিং অস্ত্র সুনীল নারিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৫ ১৬:১৬
Share: Save:

শনিবার রাত পর্যন্তও তাঁকে নিয়ে নাইট শিবিরে ঘনীভূত ছিল আশঙ্কার মেঘ। তিনি অনুমতি পেয়েছেন কি না তা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে বরিবার সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে বিসিসিআই ছাড়পত্র দিয়েই দিল তাঁকে। তিনি আর কেউ নন, নাইটের অন্যতম প্রধান বোলিং অস্ত্র সুনীল নারিন। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় এ বছরের আইপিএলে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিসিসিআই তাঁকে ছাড়পত্র না দেওয়ায় নাইট শিবিরে নেমে এসেছিল বিষন্নতার ছায়া। কিন্তু এ দিন বিসিসিআইয়ের ঘোষণায় নাইটদের পাশাপাশি এক লহমায় সমস্ত বিষন্নতা উধাও কেকেআর ফ্যানদেরও। ২০১৪-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে এই ওয়েস্ট ইন্ডিজ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। গত মার্চে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয় আইসিসি। বিসিসিআইও একটি তিন দলের রিভিউ কমিটি গঠন করে গত বৃহস্পতিবার চেন্নাইয়ে তাঁর বায়োমেক্যানিকাল টেস্ট নেয়। এক প্রেস বিবৃতিতে বিসিসিআই জানায়, আইসিসি-র বোলিং অ্যাকশন নিয়মানুযায়ী সব রকম পরীক্ষাতেই পাশ করেছেন নারিন। এটাও জানানো হয় অ্যাকশন নিয়ে সন্দেহের তালিকায় থাকা বোলারদের থেকে তাঁর নাম বাদ দেওয়া হতে পারে। আর হলও তাই! রবিবার নাইট শিবিরে নারিনের আইপিএলে খেলার ছাড়পত্রের কথা প্রথম জানান জগমোহন ডালমিয়া। নারিনের সম্পর্কে সুখবর পাওয়ার পর কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেন, “নাইট শিবির এখন অনেকটাই স্বস্তিতে। এই বিষয়টি সমাধানের জন্য বোর্ড সভাপতি, সচিব এবং বোর্ডের অন্যান্য আধিকারিকের কাছে আমরা কৃতজ্ঞ।” ফলে আগামী ৮ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে তাঁর স্পিনের জাদুতে মাতবেন ক্রিকেটপ্রেমীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE