Advertisement
১৮ মে ২০২৪

আম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ১০:৩৭
Share: Save:

বিদেশে আর পাড়ি জমাবে না ভারত-বিখ্যাত আলফোনসো আম। কারণ আগামী ১ মে থেকে আম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এই সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ী মহলে ক্ষোভের আঁচ লেগেছে।

কিন্তু হঠাত্ এমন সিদ্ধান্ত কেন?

২০১৩-য় ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলিতে ভারত থেকে যে সব ফল ও সব্জি রফতানি করা হয় তাতে কীট আক্রান্তের সংখ্যা বেশি ছিল বলে দাবি করে সেখানকার প্ল্যান্ট হেল্থ-এর স্ট্যান্ডিং কমিটি। শুধু আম নয়, খাদ্যের গুণমানের বিচারে ঘাটতির প্রশ্ন তুলে লাউ, উচ্ছে-সহ আরও কয়েকটি সব্জির রফতানিতেও সাময়িক ভাবে রাশ টানবে ইউরোপীয় ইউনিয়ন। তাদের আরও অভিমত, ফল ও সব্জিতে সম্প্রতি ব্যবহৃত কীটনাশকগুলি ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির কৃষি উত্পাদনের ক্ষেত্রে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ব্রিটেনের পরিবেশ দফতর। সেখানকার বাজারেও আলফোনসো আমের রমরমা। এই নিষেধাজ্ঞার ফলে ব্যবসায় প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন ভারতীয় ব্যবসায়ীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alphonso mango
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE