Advertisement
১১ জুন ২০২৪

তাপস পাল-কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিতর্কিত মন্তব্যের জেরে কৃষ্ণনগরের সাংসদ তাপস পালের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই মামলার শুনানি শেষে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে, হাইকোর্টের পর্যবেক্ষণে এই তদন্তের কাজ চালাবে সিআইডি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ১৮:৫১
Share: Save:

বিতর্কিত মন্তব্যের জেরে কৃষ্ণনগরের সাংসদ তাপস পালের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই মামলার শুনানি শেষে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে, হাইকোর্টের পর্যবেক্ষণে এই তদন্তের কাজ চালাবে সিআইডি। তদন্তের রিপোর্ট সিআইডিকে হাইকোর্টেই জমা দিতে হবে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে। ডিআইজি সিআইডি-কে এই তদন্তের নির্দেশ দেবেন রাজ্য পুলিশের ডিজি। তার আগে এ দিনের নির্দেশনামা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নাকাশিপাড়া থানার আইসিকে একটি এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই এফআইআর-এর ভিত্তিতেই তদন্ত শুরু করবে সিআইডি। এ ক্ষেত্রে অভিযোগপত্রকেই এফআইআর হিসেবে গণ্য করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি।

গত ১৪ জুন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল নদিয়ার নাকাশিপাড়া ও তেহট্ট থানা এলাকার একাধিক সভায় উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু পুলিশ ওই সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এমন অভিযোগ তুলে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে মামলা করেন বিপ্লব চৌধুরী। সেই মামলার শুনানি শেষ হয় সম্প্রতি। সোমবারই রায় জানানোর কথা ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আরও একটি মামলা দায়ের করেন জনৈক বিজন ঘোষ। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন, এই জনস্বার্থ মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টেরই শোনা উচিত। তিনি জানান, তাঁরা হাইকোর্টকে এড়িয়ে আগেই এই মামলা শুনতে চান না। আবেদনকারীর হাইকোর্টে যাওয়ার অধিকার আছে। যে হেতু হাইকোর্টে এ বিষয়ে একটি মামলা আগে থেকেই দায়ের হয়েছিল, তাই বিজনবাবুর মামলাটি আদালত গ্রহণ করেনি।

বিচারপতি দত্ত আরও নির্দেশ দিয়েছেন, কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া তদন্তের রিপোর্ট বা চার্জশিট নিম্ন আদালতে জমা দেওয়া যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tapas pal obscene remark issue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE