Advertisement
১৯ মে ২০২৪

তাপস মামলার রায়ে ডিভিশন বেঞ্চে মতভেদ

ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতভেদের কারণে বুধবার তাপস পাল মামলার ভাগ্য নির্ধারিত হল না। এই মামলায় এ দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দেওয়ার কথা ছিল। সেই মতোই ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত এবং তপোব্রত চক্রবর্তী বেলা আড়াইটে নাগাদ এজলাসে ওঠেন। দুই বিচারপতিই তাঁদের রায়ের কপিতে চোখ বুলিয়ে নেন। রায়ের প্রতিটি পাতায় সইও করেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ১৮:০৭
Share: Save:

ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতভেদের কারণে বুধবার তাপস পাল মামলার ভাগ্য নির্ধারিত হল না।

এই মামলায় এ দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দেওয়ার কথা ছিল। সেই মতোই ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত এবং তপোব্রত চক্রবর্তী বেলা আড়াইটে নাগাদ এজলাসে ওঠেন। দুই বিচারপতিই তাঁদের রায়ের কপিতে চোখ বুলিয়ে নেন। রায়ের প্রতিটি পাতায় সইও করেন। এর পরে বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত জানান, সিঙ্গল বেঞ্চের রায় তিনি খারিজ করে দিচ্ছেন। রাজ্য সরকার এবং তাপল পাল— দু’পক্ষ ডিভিশন বেঞ্চে যে আবেদন করেছেন, তাকে গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে তিনি পুলিশকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এর পরে জানান, তিনি রাজ্য সরকার এবং তাপস পালের দায়ের করা আবেদন ‘ডিসমিস’ করছেন। একই সঙ্গে বহাল রাখছেন সিঙ্গল বেঞ্চের নির্দেশকে।

রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাপস পালের আইনজীবী রাজদীপ মজুমদার এবং মামলাকারীর আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের কাছে জানতে চান, সে ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশের কী হবে?

দুই বিচারপতি সহমত পোষণ করে জানান, আগামী তিন সপ্তাহ ওই নির্দেশের উপর স্থগিতাদেশ থাকবে।

ডিভিশন বেঞ্চের মতভেদের কারণে এই মামলা এ বার প্রধান বিচারপতির এজলাসে পাঠানো হবে। এর পর ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি এবং প্রধান বিচারপতি যাঁকে নিযুক্ত করবেন সেই তৃতীয় বিচারপতির মধ্যে সংখ্যা গরিষ্ঠের নির্দেশ যা হবে, তাকেই মামলার রায় হিসেবে গ্রহণ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tapas pal tapas pal case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE