Advertisement
১৬ মে ২০২৪

নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভা

কেন্দ্রে ক্ষমতায় আসার পাঁচ মাস পর এ দিন মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ন্যূনতম সরকার আর সর্বোচ্চ প্রশাসন’-এর মন্ত্রে ভর করে মোদী যাত্রা শুরু করেছিলেন ১৬ সদস্যের ছোট মন্ত্রিসভা নিয়ে। ছিপছিপে মন্ত্রিসভা গঠন করে বিভিন্ন মন্ত্রক মিলিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। ফলে এক জন মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রকের দায়িত্ব সঁপতে হয় তাঁকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৪ ১০:৩৬
Share: Save:

কেন্দ্রে ক্ষমতায় আসার পাঁচ মাস পর এ দিন মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ন্যূনতম সরকার আর সর্বোচ্চ প্রশাসন’-এর মন্ত্রে ভর করে মোদী যাত্রা শুরু করেছিলেন ১৬ সদস্যের ছোট মন্ত্রিসভা নিয়ে। ছিপছিপে মন্ত্রিসভা গঠন করে বিভিন্ন মন্ত্রক মিলিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। ফলে এক জন মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রকের দায়িত্ব সঁপতে হয় তাঁকে। মন্ত্রীদের দায়িত্বের ‘বোঝা’ কিছুটা হালকা করতে ‘ন্যূনতম সরকার’-এর পথ থেকে ‘সরে’ এসে মন্ত্রিসভার বহর বাড়ালেন তিনি। শপথ গ্রহণের আগে এ দিন সকালে তাঁর ৭ রেসকোর্সের বাসভবনে সম্ভাব্য মন্ত্রিদের জন্য চা-চক্রের আয়োজন করেন মোদী। দুপুর দেড়টায় রাষ্ট্রপতি ভবনে মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সম্প্রসারিত এই নতুন মন্ত্রিসভায় রয়েছেন ৪ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৪ জন প্রতিমন্ত্রী।

১.৩৫ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রবেশ করলেন।

১.৩৬ জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু।

১.৩৭ পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন মনোহর পারিক্কর।

১.৩৮ পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুরেশ প্রভাকর প্রভু।

১.৪০ পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন জে পি নাড্ডা।

১.৪২ পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন চৌধুরী বীরেন্দ্র সিংহ।

১.৪৪ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বন্দারু দত্তাত্রেয়।

১.৪৬ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজীব প্রতাপ রুডি।

১.৪৮ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহেশ শর্মা।

১.৫০ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মুখতার আব্বাস নকভি।

১.৫১ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রামকৃপাল যাদব।

১.৫৪ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিভাই চৌধুরী।

১.৫৬ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন সাওঁরলাল জাঠ।

১.৫৮ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোহন কুন্দরিয়া।

১.৫৯ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন গিরিরাজ সিংহ।

২.০১ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন হংসরাজ আহির।

২.০৪ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রামশঙ্কর কাঠেরিয়া।

২.০৫ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন ওয়াই এস চৌধুরী।

২.০৭ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন জয়ন্ত সিনহা।

২.০৯ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজ্যবর্ধন সিংহ রাঠৌর।

২.১১ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়।

২.১৩ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

২.১৫ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজয় সাম্পলা।

পিটিআই এবং এএফপি-র তোলা ছবিতে শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক মুহূর্ত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE