Advertisement
০১ জুন ২০২৪

পাতালে মৃত্যু, সড়কে মিছিল, তুঙ্গে ভোগান্তি

রাস্তায় ও পাতালের ভোগান্তিতে গত দু’দিনের মতো সোমবারেও ফের মিছিলের ঠেলায় শহরের বিভিন্ন রাস্তায় যানজটের শিকার হলেন সাধারণ মানুষ। সন্ধ্যায় গিরিশ পার্ক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে ফের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ রইল মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম দিনে দুপুরে ও সন্ধ্যায় ওই জোড়া ভোগান্তিতে জেরবার হলেন অফিসযাত্রীরা।

যানজটের ফাঁসে। সোমবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

যানজটের ফাঁসে। সোমবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ২১:১২
Share: Save:

রাস্তায় ও পাতালের ভোগান্তিতে গত দু’দিনের মতো সোমবারেও ফের মিছিলের ঠেলায় শহরের বিভিন্ন রাস্তায় যানজটের শিকার হলেন সাধারণ মানুষ। সন্ধ্যায় গিরিশ পার্ক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে ফের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ রইল মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম দিনে দুপুরে ও সন্ধ্যায় ওই জোড়া ভোগান্তিতে জেরবার হলেন অফিসযাত্রীরা।

এ দিন সকালে ছিল রানি রাসমণি অ্যাভিনিউতে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ, দুপুরে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে তৃণমূলের মিছিল ও পরে ডোরিনা ক্রসিংয়ে কংগ্রেসের মিছিল। পুলিশ সূত্রের খবর, এ দিন তিনটি সভা সমাবেশ থাকলেও তৃণমূলের মিছিলের জেরেই কিছুটা যানজট হয়। মিছিল যে পথে গিয়েছে সেখানে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে পড়ে গাড়ি। দুপুর দুটো নাগাদ গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হলে রেড রোডে সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। সে সময় হাওড়া-বেহালা রুটের বাস মেয়ো রোডে ঢুকতে না পারায় দাঁড়িয়ে যায়। একই ভাবে রবীন্দ্র সদন থেকে ধর্মতলাগামী সমস্ত বাসকে পার্ক স্ট্রিট এলাকায় আটকে দেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, তৃণমূলের মিছিলটি ডোরিনা ক্রসিংয়ে এসে ফের মেয়ো রেড হয়ে ধর্না মঞ্চে ফিরে যায়। তখন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কংগ্রেসের একটি মিছিল এসে পৌঁছয় ডোরিনা ক্রসিংয়ে। সারদা কাণ্ডে মমতাকে জেরা করার দাবিতে কিছু ক্ষণ অবস্থান বিক্ষোভ করেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। রাস্তার এক পাশ দিয়ে পুলিশ পার্ক স্ট্রিটগামী গাড়িগুলিকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। ফলে এই অংশে বেশি ক্ষণ যানজট হতে দেয়নি পুলিশ। কিন্তু রেড রোড ও মেয়ো রেডে বেশ কিছু ক্ষণ যানজট হয়।

পুলিশ জানায়, এর মধ্যেই ৫টা ৪০ মিনিট নাগাদ গিরিশ পার্ক মেট্রো স্টেশনে ট্রেনের সামনে এক ব্যক্তি ঝাঁপ দেন। এর পরেই শ্যামবাজার থেকে ময়দান পর্যন্ত রুটে বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো অবশ্য তখনও চলে। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়। ভোগান্তিতে এ দিন পিছিয়ে ছিল না হাওড়াও। মদন মিত্রের গ্রেফতারের বিরুদ্ধে এ দিন পথে নামেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। এ দিন দুপুরে বটানিকাল গার্ডেন থেকে সালকিয়া পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। এর জেরে জিটি রোড প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE