Advertisement
১৭ মে ২০২৪

বিশ্বকাপে জোড়া শতরানে গেইলের বিশ্বরেকর্ড

একটি ম্যাচ, তিনটে রেকর্ড এবং সেই সব ক’টি রেকর্ডের মালিক একজনই! তিনি ক্রিস গেইল। মঙ্গলবার গোটা বিশ্বকে তাক লাগিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। পাশাপাশি, কোনও অ-ভারতীয় হিসাবে এক দিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার রেকর্ডও করলেন গেইল। এ দিন তিনি ১৪৭ বলে ২১৫ রান করেন। কিন্তু ২০০-র কোঠায় পৌঁছতে তিনি খেলেন মাত্র ১৩৮ বল।

জোড়া শতরানের পর গেইলের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

জোড়া শতরানের পর গেইলের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৯
Share: Save:

একটি ম্যাচ, তিনটে রেকর্ড এবং সেই সব ক’টি রেকর্ডের মালিক একজনই! তিনি ক্রিস গেইল। মঙ্গলবার গোটা বিশ্বকে তাক লাগিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। পাশাপাশি, কোনও অ-ভারতীয় হিসাবে এক দিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার রেকর্ডও করলেন গেইল। এ দিন তিনি ১৪৭ বলে ২১৫ রান করেন। কিন্তু ২০০-র কোঠায় পৌঁছতে তিনি খেলেন মাত্র ১৩৮ বল। ক্রিকেটের বিশ্বযুদ্ধে তাঁর এই জোড়া শতরান দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেনের ১৮৮ রানের রেকর্ডও ভাঙলেন তিনি। শুধু তাই নয়, ওভার বাউন্ডারিতেও ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মা এবং ডি’ভিলিয়ার্সকে। ওয়ান ডে-তে এত দিন পর্যন্ত ১৬টি ওভারবাউন্ডারি মারার রেকর্ড ছিল রোহিত ও ডি’ভিলিয়ার্সের দখলে। এ দিন সেই তালিকায় ঢুকে পড়লেন তিনিও। বিশ্ব ক্রিকেটে ওয়ান ডে-র ইতিহাসে জোড়া শতরানের মালিক ছিলেন তিন ভারতীয়— সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ এবং সর্বশেষ রোহিত শর্মা। এ দিনের পর থেকে এই তিন ভারতীয়র নামের পাশে আরও একটি নাম জ্বলজ্বল করবে— তিনি ক্রিস গেইল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gayle double ton world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE