Advertisement
০৩ জুন ২০২৪

মঙ্গলবার ইডেনে নাইটদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০১৪ ১৮:১২
Share: Save:

সদ্যসমাপ্ত আইপিএল-এ জয়ী কলকাতা নাইট রাইডার্সকে সিএবি-র সঙ্গে যৌথ উদ্যোগে সংবর্ধনা জানাবে রাজ্য সরকার। মঙ্গলবার দুপুর ১টায় ইডেনে এই সংবর্ধনা জানানো হবে বলে সোমবার জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। এ দিন বিকেলে নবান্নে এক জরুরি বৈঠক শেষে তিনি বলেন, “দুর্ধর্ষ জয়ের পর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজকীয় ভাবে কলকাতা নাইট রাইডার্সকে সংবর্ধনা জানানো হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে থাকবেন। এ জন্য উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে এ দিনই কলকাতায় ফিরছেন তিনি।

ইডেনের ওই অনুষ্ঠানে প্রবেশ অবাধ বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। প্রবেশমূল্য না-থাকলেও ইডেনে ঢুকতে প্রয়োজন হবে প্রবেশপত্রের। তিনি জানান, কলকাতার সমস্ত থানা থেকে এ দিন সন্ধের পর থেকে মিলবে ওই প্রবেশপত্র।

সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ নিজেদের শহরে পা রাখলেন নাইটরা। এ দিন তাঁদের দেখতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বহু উত্সাহী কেকেআর-ভক্ত। রাজ্য সরকারের তরফে নাইটদের স্বাগত জানানো হয়।

এ দিন সকালেই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে তিনি বলেন, “কেকেআর খুব ভাল ভাবে জিতেছে। আমরা ওদের সংবর্ধনা দেব। শাহরুখ খানের সঙ্গে আমার আগেই কথা হয়েছিল।” তখনই মুখ্যমন্ত্রী আভাস দিয়েছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে যৌথ ভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতা করবে সিএবি। পরে নবান্নে ক্রীড়ামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী যে ভাবে নির্দেশ দিয়েছেন সে ভাবেই সাজানো হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতর, কলকাতা পুলিশ, পুরসভা এবং সিএবি এক ঘণ্টার ওই অনুষ্ঠানের আয়োজক। মদনবাবু বলেন, “কলকাতাকে এত দিন মানুষ ‘সিটি অফ জয়’ হিসেবে চিনত, এখন চেনে ‘সিটি অফ স্পোর্টস’ হিসেবে।”

মুখ্যমন্ত্রীর নির্দেশে এ দিন দুপুরে নবান্নে স্বরাষ্ট্রসচিবের ঘরে এক বৈঠক বসে। সেখানে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, সিএবি-র তরফে জগমোহন ডালমিয়া, বিশ্বরূপ দে-সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা। ইডেনে যত দর্শকাসন তত সংখ্যক প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের প্রবেশপত্র কলকাতার প্রতিটি থানায় পাওয়া যাবে। এ ছাড়া সিএবি নিজস্ব উদ্যোগে বিভিন্ন ক্লাবে প্রবেশপত্র পাঠিয়ে দেবে। সেখান থেকেও ক্রীড়াপ্রেমী মানুষ সংগ্রহ করতে পারবেন ইডেনের ছাড়পত্র। তবে যদি কোনও ক্রীড়াপ্রেমী প্রবেশপত্র সংগ্রহ করতে না পেরে ইডেনে পৌঁছন, তাঁকে ওখানেই প্রবেশপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী।

কেকেআর-এর খেলোয়াড়দের সংবর্ধনার জন্য ‘বিশেষ উপকরণ প্রস্তুত’ বলে জানিয়ে মদনবাবু বলেন, “সেই উপকরণটি কী সেটা এখন বলব না। কিছু গোপন না থাকলে উত্তেজনা বা মজা থাকবে না।” তবে ওই দিন কোনও রোড শো হবে না বলে জানিয়েছেন তিনি। সংবর্ধনার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

ওই দিন কি ঋদ্ধিমান সাহাকেও সংবর্ধনা দেওয়া হবে? ক্রীড়ামন্ত্রী জানান, এ দিনের বৈঠকে শুধুমাত্র কেকেআর নিয়েই আলোচনা হয়েছে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তো বলেইছেন, ঋদ্ধিমানের খেলায় তিনি গর্বিত। তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।” জগমোহন ডালমিয়া জানান, ঋদ্ধিমানকে অবশ্যই সংবর্ধনা জানানো হবে। তবে কবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

knight rider's felicitation madan mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE