Advertisement
১২ জুন ২০২৪

শিলিগুড়িতে জাল সার্টিফিকেট চক্রের হদিস, ধৃত ৪

শিলিগুড়িতে জাল সার্টিফিকেট চক্রের হদিস পেল শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা শাখা। গত সোমবার রাতে এই চক্রের সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম, ননীগোপাল রায়, ভবেন বর্মন, ঘনশ্যাম পাণ্ডে এবং নৃপেন রায়। ধৃতদের কাছ থেকে বিভিন্ন স্কুলের জাল সার্টিফিকেট, জন্ম শংসাপত্র, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট-সহ কয়েকশো জাল মার্কশিট উদ্ধার হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৪ ১৮:১৫
Share: Save:

শিলিগুড়িতে জাল সার্টিফিকেট চক্রের হদিস পেল শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা শাখা। গত সোমবার রাতে এই চক্রের সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম, ননীগোপাল রায়, ভবেন বর্মন, ঘনশ্যাম পাণ্ডে এবং নৃপেন রায়। ধৃতদের কাছ থেকে বিভিন্ন স্কুলের জাল সার্টিফিকেট, জন্ম শংসাপত্র, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট-সহ কয়েকশো জাল মার্কশিট উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত বাকি অপরাধীদের খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, বহু দিন ধরেই এই রকম একটা চক্র শিলিগুড়িতে তৈরি হয়েছে বলে সন্দেহ ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, দীর্ঘ সাত-আট মাস ধরে শিলিগুড়ি ও জলপাইগুড়ির নানা জায়গায় তারা এই জাল সার্টিফিকেটের ব্যবসা চালাচ্ছিল। এই চক্রের পাণ্ডা ননীগোপাল রায় মাটিগাড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম সদস্য। তাঁর একান্ত অনুগামী নৃপেন রায়ের বাড়ি শিলিগুড়িতে। তিনি আবার আদালতে মুহুরির কাজও করেন। সেই সূত্রে বীরপাড়া, মাটিগাড়া, নাগরাকাটা, কালিম্পং-সহ বিভিন্ন জায়গায় এঁদের গোপন ডেরা রয়েছে। বাকি দু’জন ভবেন বর্মন এবং ঘনশ্যাম পান্ডের বাড়িও মাটিগাড়ায়। এঁরা মূলত ননীগোপাল ও নৃপেনবাবুর হয়ে বিভিন্ন জায়গায় এজেন্টের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। বেশ কিছু দিন ধরেই এঁদের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। খদ্দেরের সংখ্যাও মেহাত মন্দ নয়। নানা সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মাটিগাড়ায় এঁদের গোপন ডেরায় হানা দিয়ে চার জনকে গ্রেফতার করে পুলিশ। তবে যে ছাপাখানাগুলো থেকে এরা ওই সব জাল সার্টিফিকেট তৈরি করাতো তার খোঁজ চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার তপনআলো মিত্র। তিনি বলেন, “চার জনকে হাতেনাতে ধরেছি। এরা পয়সার বিনিময়ে এই রকম জাল সার্টিফিকেট তৈরি করে। অনেক সার্টিফিকেট উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri certificate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE