Advertisement
১৬ জুন ২০২৪
Shitalkuchi

Bengal Polls: ২৯ এপ্রিল শীতলখুচির সেই ১২৬ নম্বর বুথে ফের ভোটগ্রহণ, জানাল নির্বাচন কমিশন

গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণের সময় ওই বুথে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যু হয়। তার পরেই ভোট বন্ধের নির্দেশ দেয় কমিশন।

শীতলখুচির ঘটনার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শীতলখুচির ঘটনার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। —সেই ভিডিয়ো খেকে নেওয়া ছবি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ২১:২১
Share: Save:

আগামী ২৭ এপ্রিল অষ্টম দফার ভোটের দিনই ফের ভোটগ্রহণ হবে কোচবিহারের শীতলখুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে। সোমবার সপ্তম দফার ভোটগ্রহণ শেষে এ কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণের সময় ওই বুথে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যু হয়। তার পরেই ভোট বন্ধের নির্দেশ দেয় কমিশন।

শীতলখুচি-কাণ্ডের ১৯ দিনের মাথায় ওই বিধানসভার ১২৬ নম্বর বুথে ফের ভোটগ্রহণের নির্দেশ দিল কমিশন। অষ্টম দফার ভোটের দিন আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ফের হবে ভোটগ্রহণ। এমনটাই জানিয়েছে কমিশন। বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

গত ১০ এপ্রিল জোড়পাটকির ওই বুথে নিহত হন সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁ নামে ৪ স্থানীয় বাসিন্দা। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মনিরুল, হামিদুল এবং নুর ইসলামের দেহে বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে। আরও জানা যায়, অপর নিহত সমিউলের বুকে স্‌প্লিন্টারের আঘাত। ইতিমধ্যেই শীতলখুচি-কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। পাশাপাশি, পৃথক ভাবে শুরু হয়েছে এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্তরের তদন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE