Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কলকাতা-সহ তিন জেলায় রাজ্যে আজ ৫ম দফার ভোট

কলকাতা সহ তিন জেলায় আজ রাজ্যে বিধানসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট হচ্ছে। কলকাতায় ভোট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সহ বিধানসভার দশটি আসনে। তা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি আর হুগলি জেলার ১৮টি আসনে আজ ভোট হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০৭:০০
Share: Save:

কলকাতা সহ তিন জেলায় আজ রাজ্যে বিধানসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট হচ্ছে। কলকাতায় ভোট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সহ বিধানসভার দশটি আসনে। তা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি আর হুগলি জেলার ১৮টি আসনে আজ ভোট হচ্ছে। রাজ্যে পঞ্চম দফায় ভোট হচ্ছে বিধানসভার মোট ৫৩টি আসনে। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাম-কংগ্রেস জোট প্রার্থী দীপা দাশমুন্সি। রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, এবং ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস ও পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীরা। সিপিএমের সুজন চক্রবর্তী, কংগ্রেসের আবদুল মান্নান, বিজেপি-র চন্দ্র কুমার বসুরও ভাগ্য নির্ধারিত হবে আজ।

দেখুন গ্যালারি- আজকের ভোটের তারকা প্রার্থীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE