Advertisement
০৮ মে ২০২৪

বন্ধই হয়ে যাচ্ছে বিক্রমের ধারাবাহিক ‘ইচ্ছেনদী’

অভিনেতাকে ঘিরে দানা বেঁধেছে নানা বিতর্ক। এ বার বন্ধ হয়ে যাচ্ছে ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকটিও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৩:১৫
Share: Save:

অভিনেতাকে ঘিরে দানা বেঁধেছে নানা বিতর্ক। এ বার বন্ধ হয়ে যাচ্ছে ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকটিও।

কেন? টেলি-পাড়ার বড় অংশেরই ধারণা, ধারাবাহিকটির মূল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় গাড়ি দুর্ঘটনা মামলায় জড়িয়ে পড়ার জেরেই এই সিদ্ধান্ত। কারণ বিক্রমকে এখন প্রায় নিত্যদিনই পুলিশের জেরার সম্মুখীন হতে হচ্ছে। নানা আইনি জটিলতায় আটকে পড়ছেন বিক্রম। সেই কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিকটি।

যদিও ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় দাবি করছেন, বিক্রম-সোনিকার গাড়ি দুর্ঘটনার সঙ্গে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। গল্প শেষ হয়ে গিয়েছিল। তাই বছর খানেক আগে থেকেই ধারাবাহিকটি শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই জায়গায় ‘কুন্দ ফুলের মালা’ নামে নতুন ধারাবাহিকের কাজও শুরু হয়ে গিয়েছে। যদি ধারাবাহিকের গল্প বাকি থাকত, তা হলে প্রধান চরিত্রকে বাদ দিয়েও ধার\বাহিক চলত। যেমন ‘ইষ্টিকুটুম’ সাত মাস চলেছিল প্রধান চরিত্র বাহাকে ছাড়াই। লীনা অবশ্য বিক্রম প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘‘এটা বিচারাধীন বিষয়। এই নিয়ে খুব জলঘোলা হচ্ছে। তাই কোনও মন্তব্য করতে চাই না।’’

আরও পড়ুন:নিজেকে বাঙালি ভাবি

ধারাবাহিকের নায়িকা সোলাঙ্কি রায়ও কিছু বলতে চাননি। তাঁর কথায়, ‘‘ধারাবাহিকের গল্প সম্পর্কে কিছুই জানি না। শ্যুটে আসার পরে সংলাপ হাতে পাই। এ বিষয়ে যা বলার লীনাদি বলবেন।’’

এ দিকে, সোশ্যাল মিডিয়ায় বিক্রম ও সোনিকাকে নিয়ে তৈরি হওয়া দু’টি গ্রুপ পারস্পরিক আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে। ‘ভয়েস ফর বিক্রম’ আক্রমণ করছে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। ঠিক যেমন ‘জাস্টিস ফর সোনিকা’ গ্রুপে হেনস্থা করা হচ্ছে সোলাঙ্কি রায়কে। এ বিষয়ে অনিন্দ্য কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি। সোলাঙ্কি বলেছেন, ‘‘যাঁরা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাঁদের রুচি বোঝা যাচ্ছে। ওঁদের নিয়ে মন্তব্য করছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ichchenodi Bengali Serial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE