Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

২০১৭-তে মুক্তির অপেক্ষায় যে সব বায়োপিক

বলিউডে গত বছর মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে বেশ কয়েকটি বায়োপিক ছিল। তার প্রায় সব ক’টিই ভাল ব্যবসা করেছে। ‘নীরজা’ হোক বা ‘দঙ্গল’— লক্ষ্মীর মুখ দেখেছে প্রায় সব ক’টি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫০
Share: Save:
০১ ০৭
পদ্মাবতী: ইতিহাস ‘বিকৃত’ করে ছবি বানানোর অভিযোগে চড় খেয়েছিলেন সঞ্জয় লীলা ভংসালী। ঘটনার পরেই ওঠে<br>
প্রতিবাদের ঝড়। গোটা বলিউড সঞ্জয়ের পাশে দাঁড়ায়। বিতর্কিত সেই ছবি ‘পদ্মাবতী’ মুক্তি পেতে পারে ২০১৭-য়।<br>
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। রানা রাওয়াল রতন সিংহের<br>
ভূমিকায় শাহিদ কপূর এবং আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ।

পদ্মাবতী: ইতিহাস ‘বিকৃত’ করে ছবি বানানোর অভিযোগে চড় খেয়েছিলেন সঞ্জয় লীলা ভংসালী। ঘটনার পরেই ওঠে<br> প্রতিবাদের ঝড়। গোটা বলিউড সঞ্জয়ের পাশে দাঁড়ায়। বিতর্কিত সেই ছবি ‘পদ্মাবতী’ মুক্তি পেতে পারে ২০১৭-য়।<br> ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। রানা রাওয়াল রতন সিংহের<br> ভূমিকায় শাহিদ কপূর এবং আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ।

০২ ০৭
দত্ত: ‘খলনায়ক’ সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে এই ছবি। পরিচালক রাজকুমার হিরানি।<br>
সঞ্জুবাবার ভূমিকায় তাক লাগাতে নিজের ওজনও বাড়িয়ে ফেলেছেন রণবীর কপূর। সুনীল দত্তের চরিত্রে<br>
দেখা যাবে পরেশ রাওয়ালকে। নার্গিসের ভূমিকায় থাকবেন মনীষা কৈরালা, রয়েছেন দিয়া মির্জাও।

দত্ত: ‘খলনায়ক’ সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে এই ছবি। পরিচালক রাজকুমার হিরানি।<br> সঞ্জুবাবার ভূমিকায় তাক লাগাতে নিজের ওজনও বাড়িয়ে ফেলেছেন রণবীর কপূর। সুনীল দত্তের চরিত্রে<br> দেখা যাবে পরেশ রাওয়ালকে। নার্গিসের ভূমিকায় থাকবেন মনীষা কৈরালা, রয়েছেন দিয়া মির্জাও।

০৩ ০৭
কল্পনা চাওলা: এর আগে ২০১৪-য় বক্সার মেরি কমের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ফের আর একটি বায়োপিকে<br>
অভিনয় করছেন তিনি। ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলাকে নিয়ে বায়োপিক তৈরি হবে। সেখানে নাম ভূমিকায় থাকছেন প্রিয়ঙ্কা চোপড়া।

কল্পনা চাওলা: এর আগে ২০১৪-য় বক্সার মেরি কমের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ফের আর একটি বায়োপিকে<br> অভিনয় করছেন তিনি। ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলাকে নিয়ে বায়োপিক তৈরি হবে। সেখানে নাম ভূমিকায় থাকছেন প্রিয়ঙ্কা চোপড়া।

০৪ ০৭
ডক্টর আব্দুল কালাম: ভারতীয় বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের জীবনকাহিনি এ বার সিলভার স্ক্রিনে।<br>
অনিল সুঙ্কারার এই ছবির পরিচালক। ছবিটির পোস্টার কিছু দিন আগেই মুক্তি পেয়েছে। সেখানে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-কে অভিনন্দন জানিয়েছে গোটা টিম।

ডক্টর আব্দুল কালাম: ভারতীয় বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের জীবনকাহিনি এ বার সিলভার স্ক্রিনে।<br> অনিল সুঙ্কারার এই ছবির পরিচালক। ছবিটির পোস্টার কিছু দিন আগেই মুক্তি পেয়েছে। সেখানে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-কে অভিনন্দন জানিয়েছে গোটা টিম।

০৫ ০৭
রানি লক্ষ্মীবাঈ: কেতন মেহতার পরবর্তী ছবি ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনীকে নির্ভর করে গড়ে উঠেছে।<br>
কেতন জানিয়েছেন, ওই ছবিতে ভিজুয়াল এফেক্টস-এর কাজ থাকবে ভরপুর। রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করবেন ‘কুইন’খ্যাত কঙ্গনা রানাওয়াত।‌‌‌

রানি লক্ষ্মীবাঈ: কেতন মেহতার পরবর্তী ছবি ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনীকে নির্ভর করে গড়ে উঠেছে।<br> কেতন জানিয়েছেন, ওই ছবিতে ভিজুয়াল এফেক্টস-এর কাজ থাকবে ভরপুর। রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করবেন ‘কুইন’খ্যাত কঙ্গনা রানাওয়াত।‌‌‌

০৬ ০৭
সচিন— আ বিলিয়ন ড্রিমস: আগামী ২৬ মে মুক্তি পাচ্ছে সচিন তেন্ডুলকরের জীবন নির্ভর<br>
ছবি ‘সচিন আ বিলিয়ন ড্রিমস’। লন্ডনবাসী জেমস এরিকসন ছবি পরিচালনা করছেন।

সচিন— আ বিলিয়ন ড্রিমস: আগামী ২৬ মে মুক্তি পাচ্ছে সচিন তেন্ডুলকরের জীবন নির্ভর<br> ছবি ‘সচিন আ বিলিয়ন ড্রিমস’। লন্ডনবাসী জেমস এরিকসন ছবি পরিচালনা করছেন।

০৭ ০৭
হাসিনা: কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম এবং তাঁর বোন হাসিনা পার্কারকে নিয়ে ছবি ‘হাসিনা’।<br>
হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কপূর। পরিচালক অপূর্ব লাখিয়া।<br>
দাউদের ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধান্ত কপূর। ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।

হাসিনা: কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম এবং তাঁর বোন হাসিনা পার্কারকে নিয়ে ছবি ‘হাসিনা’।<br> হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কপূর। পরিচালক অপূর্ব লাখিয়া।<br> দাউদের ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধান্ত কপূর। ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE