Advertisement
০৫ মে ২০২৪

আপনার কাজ ফিল্মকে সার্টিফাই করা, সেন্সর করা নয়

‘উড়তা পঞ্জাব’ ছবির মুক্তিতে বাদ সেধেছে সেন্সর বোর্ড, বলা ভাল ছবিটির আসল বাধা বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনি। ছবির নাম থেকে ‘পঞ্জাব’ কথাটি বাদ দেওয়া ছাড়াও নিহালনি ছবিতে ৮৯টি ‘কাট’ও সুপারিশ করেছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ২১:৪১
Share: Save:

‘উড়তা পঞ্জাব’ ছবির মুক্তিতে বাদ সেধেছে সেন্সর বোর্ড, বলা ভাল ছবিটির আসল বাধা বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনি। ছবির নাম থেকে ‘পঞ্জাব’ কথাটি বাদ দেওয়া ছাড়াও নিহালনি ছবিতে ৮৯টি ‘কাট’ও সুপারিশ করেছেন। সব মিলিয়ে বোর্ডের এই শর্তগুলির কথা শুনে বিস্মিত এবং ক্ষুব্ধ বম্বে হাইকোর্টের বিচারপতিও।
এসসি ধর্মাধিকারী বৃহস্পতিবার প্রশ্ন তুলেছেন, ‘‘মাদকাসক্তির বিপদ নিয়ে কি আগে কখনও চর্চা হয়নি সেলুলয়েডে?” বম্বে হাইকোর্ট ছবিতে ৮৯টি ‘কাট’-এর যথাযথ কারণ দর্শাতে বলেছে পহলাজ নিহালনিকে। শুধু তাই নয়, বম্বে হাইকোর্ট নিহালনির উদ্দেশে জানায়, ‘আপনার (পহলাজ নিহালনি) কাজ ফিল্মকে সার্টিফাই করা, তার উপর কাঁচি চালানো (সেন্সর করা) নয়’।
আগামী সোমবার এই মামলায় রায় ঘোষণা করবে বম্বে হাইকোর্ট। বলিউড তো বটেই, এই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

আরও পড়ুন...
লোকে তবে মাদকের জন্যই চেনে? ‘উড়তা পঞ্জাব’ নিয়ে প্রশ্ন হাইকোর্টের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bombay High Court Pahlaj Nihalani Slams
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE