Advertisement
০৩ মে ২০২৪

এই ভূতের কেরামতি শুনলে অবাক হবেন!

সলমন খানের ‘সুলতান’ দিয়ে একা বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিও বক্স অফিসে তুমুল সাফল্য পাচ্ছে। সৌজন্যে তামিল হরর-কমেডি ‘ঢিলুক্কু ঢুঢু’। প্রথম সপ্তাহেই তামিলনাড়ুতে ১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পরিচালক রামবালা বললেন, ‘‘ভয়ের সঙ্গে কমেডিকে মিলিয়ে দিতে পেরেছিলাম। আর সেটাই দর্শকদের ভাল লেগেছে।’’

‘ঢিলুক্কু ঢুঢু’ ছবির একটি দৃশ্য।

‘ঢিলুক্কু ঢুঢু’ ছবির একটি দৃশ্য।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ১২:০৩
Share: Save:

সলমন খানের ‘সুলতান’ দিয়ে একা বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিও বক্স অফিসে তুমুল সাফল্য পাচ্ছে। সৌজন্যে তামিল হরর-কমেডি ‘ঢিলুক্কু ঢুঢু’। প্রথম সপ্তাহেই তামিলনাড়ুতে ১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পরিচালক রামবালা বললেন, ‘‘ভয়ের সঙ্গে কমেডিকে মিলিয়ে দিতে পেরেছিলাম। আর সেটাই দর্শকদের ভাল লেগেছে।’’ ট্রেড অ্যানালিস্ট ত্রিনাথের কথায়, ‘‘মাত্র চার দিনে ১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ইদের উইএন্ডটা আমরা কাজে লাগেতে পেরেছি।’’ ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, একই সময় ‘সুলতান’ মুক্তি পেয়েছে, তবুও ছবিটি দারুণ ব্যবসা করছে। ফলে দক্ষিণী ছবিও যে দর্শক পছন্দ করছেন, এটা তারই প্রমাণ। সৌরভ শুক্লা, আনন্দ রাজের মতো অভিনেতাদের পারফরম্যান্স এ ছবিতে নজর কেড়েছে সকলের।

আরও পড়ুন, এই বলি-কাপলদের বয়সের এত ফারাক!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhilukku Dhuddu film Eid Salman Khan sultan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE