Advertisement
০২ জুন ২০২৪

বিগ বসের ঘরে ইরানি অভিনেত্রী মনদানা কারিমি

বিগ বসের ট্রেন্ডই এখন বিদেশি মুখ। বীনা মালিক, সানি লিওন, আলি সলিম, হেজেল কিচ, এলি আব্রাম, সোফিয়া হায়াতের পর এ বার মনদানা কারিমি। পর্নস্টার মিয়া খলিফা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকেই নতুন মুখের খোঁজে ছিলেন বিগ বসের প্রযোজকরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ১১:৩৪
Share: Save:

বিগ বসের ট্রেন্ডই এখন বিদেশি মুখ। বীনা মালিক, সানি লিওন, আলি সলিম, হেজেল কিচ, এলি আব্রাম, সোফিয়া হায়াতের পর এ বার মনদানা কারিমি। অনুষ্ঠানটির নবম সংস্করণের বিদেশী মুখ কে হতে চলেছেন তা নিয়ে জল্পনা ছিল প্রথম থেকেই। পর্নস্টার মিয়া খলিফা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকেই নতুন মুখের খোঁজে ছিলেন বিগ বসের প্রযোজকরা।

এবার বিগ বসের ঘরে পা রাখছেন ইন্দো-ইরানি মডেল-অভিনেত্রী মনদানা কারিমি। নামটা শোনা শোনা লাগল কি? ঠিকই ধরেছেন। ‘ভাগ জনি’ ছবি দিয়ে এই বছরই বলিউডে পা রেখেছে কারিমি। আর এ দেশে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে বিগ বসের ঘরের থেকে ভাল আর কিই বা হতে পারে? তিন বছর আগে এই ঘর থেকেই তো ঝড় তুলেছিলেন সানি লিওন। তারপরই তরতর করে এগিয়েছে তার বলিউড কেরিয়ার।

দেখুন গ্যালারি:

ভারতীয় রিয়ালিটি শো-এর বিদেশিনীরা

তবে কারিমির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। বিগ বস ৯-এর ঘরে আসার আগেই তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। কারিমি জানালেন, ‘‘আমি জনপ্রিয়তা পেতে বিগ বসে আসছি না। কাজ পাওয়ার জন্য মরিয়াও নই। আমার হাতে এখনই একতা কপূরের ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’-এর মতো ছবি। শুধু ভক্তদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেই আমি বিগ বসের ঘরে আসছি। ভারতের দর্শক এই অনুষ্ঠান দেখতে ভালবাসে। আমার বাবা ভারতীয় হলেও কোনও দিন বিগ বসের ঘরে আসার কথা ভাবিনি। তবে প্রস্তাব পেয়ে খুব ভাল লাগছে। এটা দারুণ একটা শো। ভারতীয় টেলিভিশনের অন্যাতম বড় বিয়্যালিটি শো। তার ওপর সঞ্চালক সলমন খান। এখানে আসতে পেরে তাই সত্যিই আমি খুব খুশি।’’

কারিমির সঙ্গে এ বার বিগ বসের ঘরে রয়েছেন রূপল ত্যাগী, অঙ্কিত গেরা, কিশওয়ার মার্চেন্ট, অমন ভার্মা, প্রিন্সের মতো টেলিভিশনের পরিচিত মুখেরা। এঁদের ভিড়ে কি হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছেন কারিমি? এ বার কিন্তু বেশ সিরিয়াস কারিমি। জানালেন, “আমার মনে হয় না টেলিভিশনের জনপ্রিয়তা বিগ বসের ঘরে ওদের কোনও সাহায্য করবে বলে। প্রত্যেক পর্বে এখানে সমীকরণ বদলে যায়। মনে হয় আমার মুখে হিন্দি শুনে দর্শকের ভাল লাগবে। আমার ফিটনেস রুটিনও কিন্ত বেশ মজাদার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE