Advertisement
১৭ মে ২০২৪
Entertainment News

‘পদ্মশ্রী সম্মানের জন্য জীবনে চাটুকারিতা করিনি’, শেষ সাক্ষাৎকারে বলেছিলেন কাদের খান

সেই সাক্ষাৎকারে নিজের ভক্তদের এবং বলিউডে তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন কাদের খান। কারণ, পদ্মশ্রী পুরস্কার পাওয়ার জন্য কাদের খানের নাম পাঠিয়েছিলেন তাঁর বেশ কিছু সহকর্মী।

কাদের খানের জীবনের শেষ ছবি ‘হো গ্যায়া দিমাগ কা দহি’র প্রোমোশনের সময়।

কাদের খানের জীবনের শেষ ছবি ‘হো গ্যায়া দিমাগ কা দহি’র প্রোমোশনের সময়।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০৯:৫০
Share: Save:

একনাগাড়ে যে রকম অভিনয় করে যেতেন, পাল্লা দিয়ে একের পর এক চিত্রনাট্যও লিখে যেতেন তিনি। কানাডায় ৮১ বছরের এই অভিনেতার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন কাদের খানের ভক্তরা। আর সামনে নিয়ে এসেছেন প্রয়াত অভিনেতার শেষ সাক্ষাৎকারটি। কাদের খানের জীবনের শেষ ছবি ‘হো গ্যায়া দিমাগ কা দহি’র প্রোমোশনের সময় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন অভিনেতা। সে সময়েও অভিনেতার শরীর ভাল যাচ্ছিল না একেবারেই।

সেই সাক্ষাৎকারে নিজের ভক্তদের এবং বলিউডে তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন কাদের খান। কারণ, পদ্মশ্রী সম্মান পাওয়ার জন্য কাদের খানের নাম পাঠিয়েছিলেন তাঁর বেশ কিছু সহকর্মী। সে সময়ে কাদের বলেছিলেন, ‘‘সরকার যদি মনে করে আমি ভাল কাজ করেছি, তবেই আমাকে তার জন্য সম্মান দিক। এ তো মানুষের ভালবাসা যে, তাঁরা আমার নামের পাশে পদ্মশ্রী উপাধিটা দেখতে চাইছেন।’’

২০১৬ সালের সাক্ষাৎকার। সে বছর যাঁরা পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন, সেই তালিকা দেখে কাদের খান বলেছিলেন, ‘‘খুব ভাল কথা যে আমি পদ্মশ্রী পাইনি।’’ তবে চাটুকারিতার বিষয়টি পরিষ্কার করে দিয়েছিলেন এই কমেডিয়ান। সেই বছরেই তাঁর বেশ কিছু সহকর্মী পদ্মশ্রী পেয়েছিলেন। আর তাবড় তাবড় সেই অভিনেতাদের নাম শুনে সে সময়ে কাদের খানের বক্তব্য ছিল, ‘‘আমি জীবনে কখনও চাটুকারিতা করিনি। না ভবিষ্যতে কখনও করব। এই মুহূর্তের যে অভিনেতাদের পদ্মশ্রী দেওয়া হচ্ছে, তাঁদের সম্মান দিলে আমার আর দরকার নেই।’’

আরও পড়ুন: স্ত্রীর পোশাক পরিবর্তনের সময় এখনও নক করে ঘরে ঢোকেন শাহরুখ

তিনি আরও বলেছিলেন, ‘‘পুরস্কার জীবনে বড় কথা নয়। কিন্তু কাদের পুরস্কার দেওয়া হচ্ছে সেটা বড় কথা। আগে এই ধরনের পুরস্কারের জন্য প্রাপকদের বাছাই করা হত সততার সঙ্গে। কিন্তু আজ আর সে দিন নেই। মানুষ এখন খুব বেশি স্বার্থপর। ঠিক মতো সম্মান দিতেও আজকাল ভুলে যান অনেকে। যাঁরা এই বছর পদ্মশ্রী পেলেন তাঁদের মতো যোগ্যতা বোধ হয় আমার নেই। সেই মানুষগুলোকে ধন্যবাদ জানাই যাঁরা পদ্মশ্রীর জন্য আমার নামটা পাঠিয়েছেন।’’

আরও পড়ুন: বক্স অফিসে ‘সিম্বা’ ঝড়! ১০০ কোটি থেকে মাত্র ১ ইঞ্চি দূরে

তবে বলিউডে তাঁর সহকর্মীদের রাজনীতিতে যোগদান নিয়ে তীব্র আপত্তি ছিল কাদের খানের। শেষ সাক্ষাৎকারে বন্ধুদের রাজনীতি থেকে ফিরে আসার অনুরোধ জানিয়ে অভিনেতা বলেছিলেন, ‘ফিরে এস, রাজনীতি তোমাদের লক্ষ্য নয়।’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE