Advertisement
১১ জুন ২০২৪

লন্ডনে শুটিং করতে গিয়ে শেষে ভূতেদের খপ্পরে রুদ্রনীল?

সন্ধে গড়িয়ে রাত। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। ভিজে, কাদামাখা রাস্তায় এগিয়ে আসছে একটি জিপ। হেড লাইটের আলোয় যতদূর দেখা যায়, কালো পিচের মতো অন্ধকার। একজন মানুষও আশপাশে নেই। একদম পারফেক্ট ভূতুড়ে পরিবেশ।

রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীল ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ১৭:২৪
Share: Save:

সন্ধে গড়িয়ে রাত। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। ভিজে, কাদামাখা রাস্তায় এগিয়ে আসছে একটি জিপ। হেড লাইটের আলোয় যতদূর দেখা যায়, কালো পিচের মতো অন্ধকার। একজন মানুষও আশপাশে নেই। একদম পারফেক্ট ভূতুড়ে পরিবেশ।

এমন গা ছমছমে পরিবেশে অভিনেতা রুদ্রনীল ঘোষ!

ভাবছেন, নির্ঘাৎ কোনও রহস্য রোমাঞ্চ থ্রিলারের শুট হচ্ছে! আজ্ঞে না। এক দল ভূত শিকারি অশরীরীর খবর পেয়ে সোৎসাহে আসছেন রুদ্রনীলদের শুটিং স্পটে, লন্ডনে। যেখানে গত সপ্তাহে টিম ‘স্বস্তিক সংকেত’ কলকাতা থেকে উড়ে গিয়েছেন ছবির শুটিংয়ের জন্য।

এমন অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে শেয়ার না করে থাকা যায়? রুদ্রও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল পেজে। জানিয়েছেন, পুরো টিম এখন ব্রেন্টউডে। সেখানেই এমন ভয়ানক কাণ্ড। ভূত শিকারি কেলভিন হ্যাচ নিউ ক্লিয়ার সিক্রেট বাঙ্কার টিম জেনেছে, রুদ্ররা যেখানে শুটিং করছেন সেটা নাকি ভূতেদের আস্তানা! এমন সুযোগ ছাড়েন ভূত শিকারিরা! সদলবলে চলে এসেছেন বৃষ্টি মাথায় নিয়েই। রেকি করেছেন গোটা স্পটের। কথা বলেছেন টিম ‘স্বস্তিক সংকেত’-এর সবার সঙ্গে।

আগে শুনেছিলাম, ভিডিও দেখেছিলাম। এবার চাক্ষুস দেখলাম "ঘোস্ট হান্টার" মানে, ভূত ধরিয়েদের। এখন জানলাম যেখানে শুটিং করছি, সেটা আসলে ভূতেদের আস্তানা!!!!!!!!ওরা এসেছে ভূত ধরতে।🎥🎬👽👽👽🇬🇧🔥🙏🙏🙏🙏👀👀

A post shared by Rudranil Ghosh (@rudranilrudy) on

এই পরিস্থিতিতে ভয়ে মুখ শুকিয়েছে সকলেরই। রুদ্রের কথায়, ‘‘আগে শুনেছিলাম, ভিডিয়ো দেখেছিলাম। এ বার চাক্ষুস দেখলাম "ঘোস্ট হান্টার" মানে, ভূত ধরিয়েদের। এখন জানলাম যেখানে শুটিং করছি, সেটা আসলে ভূতেদের আস্তান!!ওরা এসেছে ভূত ধরতে!’’যদিও টিমের কারওরই এখনও সৌভাগ্য হয়নি ‘তেনাদের’ চাক্ষুষ করার।

আরও পড়ুন: বয়ফ্রেন্ড ভিকির সঙ্গে আদরের ছবি পোস্ট করে ট্রোলড অঙ্কিতা!

রুদ্রনীল ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নুসরত জাহান, গৌরব চক্রবর্তী। আছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। এই ছবিই প্রথম নুসরত-গৌরব জুটি উপহার দিতে চলেছে দর্শকদের। রুদ্রাণী ও প্রিয়মের চরিত্রে দেখা যাবে তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rudraneel Ghosh london Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE