Advertisement
১৮ জুন ২০২৪
Anushka Sharma

সৃষ্টির প্রাকমুহূর্ত ক্যামেরাবন্দি হল, অনুষ্কা শর্মার প্রেগন্যান্সি ফটোশ্যুট করল ‘ভোগ’

বেবি বাম্প নিয়ে কখনও ক্যামেরার আড়ালে থাকেননি বলিউডের এই নায়িকা। বিভিন্ন কমার্শিয়ালে দেখা গিয়েছে তাঁকে।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২১:২০
Share: Save:

তিনি স্রষ্টা। কারও কারও কাছে সৃষ্টির প্রাকমুহূর্তটাই বোধহয় সবথেকে মূল্যবান। আর সেই মুহূর্তটা যদি পৃথিবীর সামনে তুলে আনা যায়? সেটাই করলেন অনুষ্কা শর্মা। মাখিয়ে দিলেন আরও মায়া, প্রেম ও অলঙ্কার।

এখন একটি ভ্রূণ তাঁর শরীরে পাখা মেলছে যে! আর কয়েকটা দিন। তার পরেই একটি প্রাণের সৃষ্টি করবেন অনু্ষ্কা। প্রাণের উদযাপন করলেন একটি ফটোশ্যুটের মাধ্যমে।

বেবি বাম্প নিয়ে কখনও ক্যামেরার আড়ালে থাকেননি বলিউডের এই নায়িকা। বিভিন্ন কমার্শিয়ালে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিনি। তাঁর শরীরে ধীরে ধীরে প্রাণের প্রস্ফুটনের সাক্ষী গোটা দেশ। আর একেবারে শেষ মুহূর্তে এসে, থুড়ি নতুন শুরুর প্রাকমুহূর্তে এসে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের জন্য ছবি তুললেন অভিনেত্রী।

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

ছবিটি পোস্ট করলেন অনুষ্কা। হালকা গোলাপি রঙের লম্বা কার্ডিগানের মাঝে প্রথম সন্তানের আভাস স্পষ্ট। বুক ঢাকা রয়েছে একই রঙের কাপড়ে। নীচে সেই রঙেরই লম্বা লিনেন পাজামা। ছবির উপর বড় বড় করে লেখা, ‘নতুন সূচনা অনুষ্কা শর্মা’। ক্যাপশনে লিখলেন, ‘কেবল নিজের জন্য তোলা। কেবল প্রাণের জন্য তোলা। খুব ভাল লাগল।’ নীচে পর পর কৃতিত্ব জানিয়েছেন ফটোগ্রাফার, স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট সহ প্রত্যেক জন শিল্পীকে।

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

ছবির তলায় তারকাদের সমাবেশ। তাদের মধ্যেই জ্বলজ্বল করছে গর্বিত স্বামী বিরাট কোহালির কমেন্টটি- ‘অপরূপ!’ এ ছাড়াও অভিনেতা ঈশান খট্টর, আথিয়া শেট্টি, শিবানী দাণ্ডেকর, মৌনি রায়, জোয়া আখতার, প্রিয়ঙ্কা চোপড়া, বনি কপূর, রকুল প্রীত সিং, দীপিকা পাড়ুকোন, সানিয়া মির্জা প্রমুখ তাবড় তাবড় তারকারা স্তম্ভিত হয়ে গিয়েছেন অনুষ্কাকে দেখে। যেন কেউ চোখ ফেরাতে পারছেন না স্রষ্টার দিক থেকে। তার প্রমাণ রয়েছে পোস্টের কমেন্ট বক্সেই।

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

দম্পতির কোলে প্রথম সন্তান আসে, এখন কেবল সেই অপেক্ষায় বিরুষ্কা অনুরাগীরা।

আরও পড়ুন: শীতে সৈকতমুখী বলিউড জুটিরা, কেউ মলদ্বীপ কেউ বা গোয়ার বালিতে রোদ পোহাচ্ছেন

আরও পড়ুন: কোভিড নেগেটিভ নির্মলা মিশ্র, নার্সিংহোম থেকে ফিরছেন আগামিকাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE