Advertisement
৩০ এপ্রিল ২০২৪
cauliflower

Health Benefits of Cauliflower: শীতকালে রোজ ফুলকপি খাচ্ছেন? শরীরের কোনও উপকার হচ্ছে কি

ফুলকপির কিন্তু নানা রকম গুণ আছে। বিশেষ করে এতে থাকা সালফার নানা শারীরিক সমস্যার সমাধান করতে সক্ষম।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৯:২৮
Share: Save:

শীতকালে ফুলকপি খাবেন না? তা কি আর হয়? কিন্তু নিয়মিত এই সব্জিটি খেলে শরীরের ক্ষতি হচ্ছে না মঙ্গল, তা জেনে নেওয়াও তো দরকার। না হলে কতটা বেশি খাওয়া যেতে পারে এই সব্জি, সে চিন্তা থেকে যায় মনে। এই আনাজটির কিন্তু নানা রকম গুণ আছে। বিশেষ করে এতে থাকা সালফার নানা শারীরিক সমস্যার সমাধান করতে সক্ষম। যকৃৎ থেকে নানা ক্ষতিকর উপাদান দূর করে এই সব্জি।

আর কী কী ভাবে শরীরের দেখভাল করে ফুলকপি?

১) এই আনাজে অনেক ফাইবার আছে। তা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২) ফুলকপিতে আছে ক্যালশিয়াম এবং ফ্লোরাইড। এই দু’টি উপাদান হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে।

৩) এতে সালফোরাফেন আছে। তা হৃদ্‌রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

৪) ভিটামিন বি, সি এবং কে রয়েছে ফুলকপিতে। এই তিনটি উপাদানই শরীরের প্রতিরোধশক্তি বাড়াতে সাহায্য করে।

৫) যথেষ্ট পরিমাণ ভিটামিন এ রয়েছে এই সব্জিতে। তার প্রভাবে বাড়ে দৃষ্টিশক্তি। চোখ সুস্থ রাখতে তাই নিয়মিত ফুলকপি খাওয়া জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cauliflower Winter Vegetable Health Benefit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE