Advertisement
১৬ জুন ২০২৪
ginger

Belly Fat: আদার সঙ্গে কী মিশিয়ে খেলে তাড়াতাড়ি ঝরবে মেদ

আদার অনেক গুণ। অনেকেই বলেন আদা মেদ কমাতে সাহায্য করে। কিন্তু তার সঙ্গে আর দু’টি জিনিস মিশলে কম সময়ে ঝরে মেদ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ২০:৫৩
Share: Save:

মেদ ঝরানোর নানা ধরনের উপায় খোঁজার চেষ্টা করেন অনেকে। কেউ বলেন না খেয়ে থাকতে। কেউ বলেন ব্যায়াম করতে। কেউ আবার বিশেষ কিছু জিনিস খেতে বলেন।

মেদ ঝরানোর জন্য যে সব জিনিস খেতে বলা হয়, তার মধ্যেই পড়ে আদা। আদা খেলে নানা ধরনের উপকার মেলে। কিন্তু আদার সঙ্গে কী মিশিয়ে খেলে সবচেয়ে তাড়াতাড়ি উপকার পাওয়া যায়?

রোজ সকালে আদা খেলে এমনিতেই কয়েক দিনে ফল পেতে শুরু করবেন। কিন্তু আদা দিয়ে বানিয়ে নিতে পারেন একটি পানীয়। তা এক মাসেই বোঝাবে কত দ্রুত মেদ ঝরতে পারে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কী সেই পানীয় যা মেদ ঝরাবে দ্রুত?

রোজ সকালে কি চা খাওয়ার অভ্যাস আছে? সাধারণ চা না খেয়ে সেই চায়ে একটু বদল আনুন। জল ফুটিয়ে নিন ভাল করে। ফোটানোর সময়ে তাতে কয়েক টুকরো আদা দিয়ে দিন। তার মধ্যে কিছু ক্ষণ চা পাতা ভিজিয়ে রাখুন। এ বার কাপে ঢেলে অর্ধেক পাতি লেবুর রস আর কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। তরতর করে ঝরবে মেদ। ফল পাবেন এক মাসেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ginger fat Belly Fat Home Remedy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE