শীতকালে জল কম খেলে কী হয়? ছবি: সংগৃহীত
গরম কমলেই কমে কথায় কথায় গলা শুকিয়ে যাওয়ার সমস্যা। কাজের ফাঁকে বিশেষ মনেও থাকে না জল খাওয়ার কথা। সারা দিনে এক বোতল জল খাওয়া হয় কি না, তা নিয়েও আছে সন্দেহ।
এ ভাবে দিনের পর দিন চলতেই থাকে। কিন্তু তা কি ঠিক? সত্যিই কি তেষ্টা পায় না?
শরীরে জলের ঘাটতি হলে তেষ্টা পায়। কিন্তু তা সব সময়ে বোঝা যায় না শীতকালে। কিন্তু শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে শরীর খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। যেমন ত্বক শুষ্ক হয়ে যায়, ঠিক তেমনই। এ সময়ে জল কম খেলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
কী হতে পারে শীতে কম জল খেলে?
১) শরীরের ভিতরের যে আর্দ্র ভাব প্রয়োজন, তা আর থাকে না টানা জল কম খাওয়া হলে। ফলে ডিহাইড্রেশনে ভুগতে হতে পারে এই সময়ে।
২) শরীরের ভিতরটা বেশি শুষ্ক হয়ে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে।
৩) জল কম পেলে শরীরের ভিতরের অ্যাসিড বেশি হয়ে যেতে পারে। তার ফলে টানা অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে।
৪) জল শরীর সতেজ রাখে। তার থেকে কর্ম ক্ষমতাও বাড়তে পারে। জল কম খাওয়া হলে শরীর শুকিয়ে যায় ভিতর থেকে। ক্লান্তি আসে। কমে যেতে পারে কাজের ক্ষমতাও।
শীতের সময়ে তেষ্টা না পেলেও তাই নিয়ম করে জল খাওয়া জরুরি। খুব ঠান্ডা দিনে হাল্কা উষ্ণ জল মাঝেমাঝে খাওয়া গেলে ভিতর থেকেও আরাম পাওয়া যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy